বুধবার, ২৫ মে, ২০১৬, ১০:৪১:২৫

‘বিদ্যা অঝোরে কাঁদতে কাঁদতে বলল, আমি সেটা পারব না’

 ‘বিদ্যা অঝোরে কাঁদতে কাঁদতে বলল, আমি সেটা পারব না’

বিনোদন ডেস্ক : একটি সিনেমার শুটিংয়ের সময় কতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান তারই ইঙ্গিত দিলেন পরিচালক সুজয় ঘোষ।  এক সাক্ষাৎকারে তিনি বিস্তারিত জানিয়েছেন।

দৈনিক আনন্দবাজার পত্রিকায় বুধবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে শুধু বিদ্যা বালানকে নিয়েই নয় আরো অনেক বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

সুজয় ঘোষ বলেন, শুটিং সেটে একদিন সবকিছু রেডি।  হঠাৎ বিদ্যা এসে বলল, আমি এ সিনটা করতে পারব না।  আমার কষ্ট হচ্ছে।   

আমি ভাবলাম ইয়ার্কির স্থলে হয়তো তেমনই ইয়ার্কি মারছে।  তারপর দেখি অঝোরে কাঁদছে সে।  সিনটাও অসম্ভব শক্ত ছিল।  পরে অবশ্য যে অভিনয়টা করল, সেটা মাইন্ড ব্লোয়িং।

কাহানি সিনেমার সিকোয়েল নিয়ে সুজয় ঘোষ নির্মাণ করছেন 'কাহানি থ্রি'।  ওই সিনেমা নিয়ে তিনি জানান, কাহানি থ্রিতে কাহানির অনেক অভিনেতাকেই দেখতে পাওয়া যাবে না।  কারণ আগের কাহানির সঙ্গে কাহানি থ্রি'র মিল নেই।

বিদ্যা বালানকে নিয়েই সিনেমা বানাচ্ছেন- এমন প্রশ্নে সুজয় ঘোষের জবাব, আমার ছবিতে অভিনেত্রী একজনই।  সে হলো বিদ্যা।

সুজয় ঘোষ বলেন, বলিউড ক্রমশ বাংলা ছবি নিয়ে ইন্টারেস্টেড হয়ে উঠছে।  ‘রাজকাহিনির হিন্দি হচ্ছে। ‘বেলাশেষের কথা চলছে।  অরিন্দম শীলের ‘হর হর ব্যোমকেশ’ শুনছি হিন্দিতে হতে পারে।

‘সিনেমাওয়ালা’, ‘প্রাক্তন’ নিয়েও কথা হচ্ছে।  এটা খুব পজিটিভ সাইন।

কাহানি থ্রি নিয়ে পরিচালক বলেন, এটি নিয়ে আমি খুব এক্সাইটেড।  পরিচালক ঋভু দাশগুপ্ত হ্যাজ বিন ফ্যানটাস্টিক।  বিদ্যা একটা ছোট রোলে আছে। নওয়াজ দারুণ কাজ করেছে।  আর বড়বাবু (আমিতাভ বচ্চান) তো আছেনই।  অসুবিধাটা কোথায়? সব ঠিকঠাক মতই চলবে।
২৫মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে