বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬, ০১:৩০:৪০

মাহি বললেন,অপু আমার স্বপ্নের রাজকুমার

মাহি বললেন,অপু আমার স্বপ্নের রাজকুমার

বিনোদন ডেস্ক: বুধবার রাত তখন ৮টা ৪০ মিনিট। ঠিক সে সময়ই ঢাকার ছবির বর্তমানের  অন্যতম শীর্ষ নায়িকা মাহিয়া মাহি তার স্বামী পারভেজ মাহমুদ অপুকে সঙ্গে নিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। মাহি বললেন, তিনি অপু, আমার স্বপ্নের রাজকুমার। যার সঙ্গে আমি আমার জীবন বেঁধেছি। আপনাদের সবার দোয়া নিয়ে তার সঙ্গেই বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। রাজধানীর উত্তরার একটি স্থানীয় চাইনিজ রেস্টুরেন্টে সাংবাদিকদের উদ্দেশে এমন কথাই বললেন মাহি।

নববধূ সাজে তাকে হাসিমুখে দেখে বোঝা যায় অপুকে পেয়ে তিনি প্রচন্ড খুশি। তার এই খুশি যেন সারাজীবন থাকে এটা উপস্থিত সব সাংবাদিকই কামনা করেন। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন চ্যানেলের বহু সাংবাদিক মাহির নিমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন। হানিমুন কবে করছেন এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, আগামী ২৪শে জুলাই সিলেটে বৌভাত হবে। এরপর বাকি সব চিন্তা। এখন আসলে আমরা নিজেদের একটু গোছাতে চাই। সবার দোয়া চাই যেন নতুন জীবন ভালো কাটে।-এমজমিন

২৬ মে, ২০১৬ এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে