বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী তিশার সাথে একটি নাটকের কাজ শেষ করেছেন। এটিই ছিল হৃদয় খান অভিনীত প্রথম কোন নাটক।
তিশার বিপরীতে অভিনয় করার পর অনেকেই বলছিলেন, তাহসান, পার্থ বড়ুয়া ও জনের মত হৃদয় খানও বোধহয় অভিনয়ে নিয়মিত হবেন। তবে তেমন গুঞ্জনটাকে উড়িয়ে দিয়েছিলেন হৃদয়। জানিয়েছিলেন তেমন কোন সম্ভাবনা নেই।
এদকে একটি নতুন করে আরও একটি নাটকে অভিনয় করছেন আলোচিত এই সংগীতশিল্পী। তবে এবারেরটা একঘন্টার কোন নাটক নয়। পুরো একটি টেলিফিল্ম। আর এতে তিনি অভিনয় করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমার বিপরীতে।
বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা এস এ হক অলিক পরিচালিত ‘ফিরে যাওয়া হলো না’ টেলিফিল্মে দেখা যাবে হৃদয় ও পূর্ণিমা জুটিকে। এই টেলিফিল্মটির চিত্রনাট্য অলিক নিজেই লিখেছেন।
এদিকে এ প্রসঙ্গে হৃদয় খান জানিয়েছেন, টেলিফিল্মটির গল্প এবং স্ক্রিপ্টটা এত সুন্দর যে কাজ করার লোভ সামলাতে পারলাম না! তাছাড়া আমার সহশিল্পী হিসেবে চিত্রনায়িকা পূর্ণিমার কোনো তুলনা হয় না। কাজটি নিয়ে আমি দারুণ এক্সাইটেড।
নির্মাতা জানিয়েছেন, ‘ফিরে যাওয়া হলো না’ শিরোনামে এই টেলিফিল্মটি আসছে রোজার ঈদে বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে প্রচারিত হবে।
২৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন