বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬, ১২:৫৩:৫২

এই বিদেশী নায়িকা হঠাৎ কেন বাংলা শিখছেন?

এই বিদেশী নায়িকা হঠাৎ কেন বাংলা শিখছেন?

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কল্কি কোয়েচলিন নাকি বেশ মনোযোগ দিয়ে বাংলা ভাষা শিখছেন! হঠাৎ তার কি হল? কেন তিনি হুট করে বাংলা শেখায় মত্ত হলেন? এ নিয়ে তো বলিউডজুড়ে দারুণ গুঞ্জন চলছে।

তবে কল্কির বাংলা শেখার নেপথ্যে রয়েছেন অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা। অর্থাৎ কঙ্কনার পরবর্তী ছবিতে বাংলা বলবেন এই নায়িকা। আর তার জন্যই বেশ আঁটঘাঁট বেঁধে মঞ্চে নেমেছেন কল্কি।

বলিউডে জোর গুঞ্জন, কঙ্কনার পরিচালিত প্রথম ছবি ‘আ ডেথ ইন দ্য গুঞ্জ’-এ একজন অ্যাঙ্গলো ইন্ডিয়ান মহিলার চরিত্রে রয়েছেন কল্কি। আর সেই জন্যই জোরকদমে বাংলা শিখছেন তিনি। বরাবরই সমালোচকদের কাছে কঙ্কনার অভিনয় প্রশংসিত হয়ে আসছে। এ বার তিনি হাত দিতে চলেছেন পরিচালনার কাজে। কঙ্কনার ডেবিউ ফিল্মে কল্কি ছাড়াও থাকছেন কঙ্কনার স্বামী রণবীর শোরে, বিক্রান্ত মাসে, ওম পুরি,  তনুজা প্রমুখ।

ছবির বেশিরভাগটাই শুটিং হয়েছে রাঁচির কাছে একটা ছোট্ট গ্রামে। এই অঞ্চল এক সময় অ্যাঙ্গলো ইন্ডিয়ান পপুলেশনের জন্য বিখ্যাত ছিল। এই ছবির জন্য ‘ধিতাং ধিতাং বলে’ গানটি শিখেছেন কল্কি। ছবির শুটিং শেষে নায়িকা বললেন, ‘বাংলাকে ভালবেসে ফেলেছি। হৃদয় দিয়ে এই গানটা শিখেছি আমি। বাংলা সত্যি একটা রিচ কালচার।’

ছবিতে ৩৪ বছরের মিতালির চরিত্রে অভিনয় করছেন কল্কি। ছবিটি দুই অসমবয়সী এবং সম্পূর্ণ  আলাদা ধারার মানুষের সম্পর্কের গল্প। তবে ছবিটির মুক্তির দিন এখনও ঠিক হয়নি।
২৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে