বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬, ০১:৩৩:৪৩

‌সালমান খান বললেন, ‘আমি বিয়ে করব না’

‌সালমান খান বললেন, ‘আমি বিয়ে করব না’

বিনোদন ডেস্ক : ৫০ পেরিয়ে গিয়েছে বলিউড ভাইজান সালমান খানের। তিনি এখনও বিয়ে থা করছেন না! কেন? এ নিয়ে যেন বলিউডের ঘুম হারাম। আবার কখনো গুঞ্জন ছড়াচ্ছে তিনি গোপনে বিয়ে করেছেন রোমানিয়ার মডেল লুলিয়া ভান্তুরকে! তবে সেসব পরে গুজব বলেই প্রমাণিত হয়েছে।

এদিকে সম্প্রতি খবর রটেছে, সালমান খান বিয়ে করতে হ্যাঁ বলে দিয়েছেন। তিনি নাকি তার মায়ের কথায় বিয়ে করতে রাজি হচ্ছেন। আর তার বউ হচ্ছেন সেই লুলিয়া ভান্তুরই। শুধু তাই নয়, বলা হচ্ছিল, আগামী জন্মদিনেই সালমান লুলিয়াকে বিয়ে করবেন।

এমন খবর যখন চারিদে ঘুরে বেড়াচ্ছে, ঠিক তখনই মুখ খুললেন সালমান খান। তিনি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, সব কিছুই গুজব। এই সব খবরই মিথ্যে। সেই সাথে তিনি নাকি বলেছেন, ‘আমি বিয়ে করব না’!

এনগেজমেন্ট সম্পর্কে সালমানকে প্রশ্ন করায় তিনি বলেন, ‘এটা গুজব ছাড়া কিছুই নয়। আমি যদি সত্যিই বিয়ে করতাম বা আমার যদি এনগেজমেন্ট হয়ে যেত আমি সেই খবরটা নিজেই জানাতাম। সেটা আমার এবং আমার পরিবারের জন্য অবশ্যই একটা খুশির মুহূর্ত হত! আমি জানি আমার বিয়ের খবর শুনলে সবাই খুশি হবে।’

তা হলে প্রীতি জিনতার বিয়ের রিসেপশেনে লুলিয়াকে সঙ্গে নিয়ে কেন এসেছিলেন তিনি? জবাবে সালমান জানান, ‘লুলিয়া কি আমার সঙ্গে ছিল? ও তো আমার বোন আলভিরার সঙ্গে এসেছিল। দয়া করে আমার সম্বন্ধে এই সব গুজব ছড়ানো বন্ধ করুন!’
২৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে