বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার শীর্ষ ভিলেন মিশা সওদারগার যারপর নাই ক্ষুব্ধ হয়েছেন মাহিয়া মাহি বিয়ে করার কারণে। ‘এটি একটি ফাজলামো’ মাহির বিয়েকে এমনটিও বলেছেন মিশা। শুধ মাহি নয়। এমন ক্ষোভ তিনি ঝেরেছেন আরেফিন শুভর উপরও।
বুধবার (২৫ মে) রাতে মিশা সওদাগর নিজের ফেসবুক একাউন্টে একটি দীর্ঘ স্ট্যাটাস পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘ফাজলামি বন্ধ করা উচিত। না হলে ইন্ডাস্ট্রি ফাইনালি বন্ধ হয়ে যাবে। একটা শিল্পী যখন তার অভিনয়ের জাদু দেখিয়ে বক্স অফিস হিট করে ইন্ডাস্ট্রির অপরিহার্য হয় তখন সে ইন্ডাস্ট্রির অংশ হয়ে যায়। সে তখন কোনো হুটহাট সিদ্ধান্ত নিতে পারে না। কারণ তার দায়বদ্ধতা বেড়ে যায়। কিন্তু আজকালকার নায়ক-নায়িকাদের সিদ্ধান্ত ইন্ডাস্ট্রির ক্ষতি করছে।’
মিশা তার স্ট্যাটাসে শুভুকে উদ্দেশ্য করে লিখেন, ‘হঠাৎ পত্রিকায় দেখলাম একজন নতুন ট্যালেন্টেড নায়ক একজন ইন্ডিয়ান মেয়েকে বিয়ে করে ফেললো!’
মিশা ঢাকাই সিনেমার শীর্ষে থাকা নায়িকা মাহির বিয়ে নিয়ে লিখেছেন, ‘আমার দেখা নতুনদের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময়ী নায়িকার হঠাৎ বিয়ের সংবাদে আমি হতবাক।’
এছাড়া এই ভিলেন তার নিজের একটি উদাহরণ টেনে লিখেন, ‘এরা একটিবারও তাদের দায়বদ্ধতার কথা ভাবলো না। আমি এই প্রজন্মের এরকম হুটহাট সিদ্ধান্তকে কখনোই স্বাগতম জানাতে পারবো না। কারণ আমার পরিবার আমাকে আজকের এই মিশা সওদাগর বানায়নি। আমার নাম, আমার খ্যাতি, আমার প্রাচুর্য, আমার জাতীয় পুরস্কার- সব ইন্ডাস্ট্রি দিয়েছে। হুটহাট সিদ্ধান্তের পরিসমাপ্তি হোক।’
২৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন