বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার শীর্ষে অবস্থান করা নায়িকা মাহিয়া মাহি। স্বাভাবিকভাবে তার বিয়ে মানেই হুলুস্থল ব্যাপার। কিন্তু তা নয়। খুবই সাদা-মাটাভাবে হয়ে গেল মাহির বিয়ে। সম্পূর্ণ ঘরোয়াভাবেই সিলেটের ছেলে ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন তিনি।
তার এই বিয়েতে ছিলেন না কোন তারকা, নির্মাতা এমনকি তার আত্মীয় স্বজন। কিছু কাছে পরিচিতজন নিয়েই সারা হয় বিয়েটা। এদিকে ঘরোয়া পরিবেশে বিয়ে হলেও মাহি তার বরকে ঠিকই পরিচয় করিয়ে দিয়েছেন গণমাধ্যমের সঙ্গে। বুধবার সন্ধ্যার পর রাজধানীর উত্তরায় বরকে নিয়ে বধূ বেশে হাজির হয়েছিলেন মাহি। সাংবাদিকদের মুখোমুখি বলেছেন অনেক কথাই।
বধূবেশে এদিন মাহিকে সত্যি ভীষণ সুন্দর লাগছিল। টুকটুকে লাল বেনারশিতে দারুণ মোহনীয় লাগছিল এই নায়িকাকে। আর তার পাশে রূপার রঙ শেরোয়ানি পরা নতুন বর অপুকেও মানিয়েছে দারুণ।
এখানেই তিনি সাংবাদিকদের জানান, বছর চারেক আগে সিলেটে ঘুরতে গিয়ে অপুর সঙ্গে পরিচয় হয় তার। এরপর ফোনে আলাপ। সবশেষে দুই পরিবারের মত নিয়ে সম্পন্ন হল বাগদান।
বিয়ের পর আসছে জুলাইয়ে শ্বশুর বাড়ি যাবেন বলেও জানান মাহি। সবচেয়ে মজার ব্যাপার হল, বিয়ের পর সবাই ইউরোপ আমেরিকাতে যান মধুচন্দ্রিমায়। কিন্তু মাহি! তিনি নাকি মধুচন্দ্রিমায় শ্বশুরবাড়ি সিলেটেই যাচ্ছেন। তার কথায়, ‘মধুচন্দ্রিমায় যাচ্ছি সিলেট। আমার খুব পছন্দের জায়গা। দেশের বাইরে আমার খুব ভালো লাগে না।’
২৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন