বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬, ০৪:৫০:১০

যে কারণে মাহির বিয়েতে যায়নি তারকারা

যে কারণে মাহির বিয়েতে যায়নি তারকারা

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার শীর্ষে অবস্থান করা নায়িকা মাহিয়া মাহি। স্বাভাবিকভাবে তার বিয়ে মানেই হুলুস্থল ব্যাপার। তারকাদের মিলন মেলা হবারই কথা ছিল। কিন্তু তা নয়। খুবই সাদা-মাটাভাবে হয়ে গেল মাহির বিয়ে। সম্পূর্ণ ঘরোয়াভাবেই সিলেটের ছেলে ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন তিনি। তাই বলে তার বিয়েতে দুই একজন তারকাও থাকবেন না!

তাহলে কেন ছিলেন না তারকারা? বুধবার সন্ধ্যার পর রাজধানীর উত্তরায় বরকে নিয়ে বধূবেশে হাজির হয়েছিলেন মাহি। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন তারকাদের না থাকার কারণ।

মাহি বলেছেন, ‘এখানে কোনো তারকাকে দেখতে পাচ্ছেন না, কারণ তাদের নিমন্ত্রণ করিন বলেই। সাংবাদিকদের দাওয়াত করেছি, কারণ আমি চাইনি কেউ বলুক আমি লুকিয়ে বিয়ে করেছি। বিয়ে বিষয়টাকে আমি অনেক সম্মান করি। এবং আমি মনে করি, আমার স্বামী কে হচ্ছেন, সেটা আমার ভক্তদের, আমাকে সবসময় সমর্থন দেয়া সাংবাদিকদের জানার অধিকার আছে।’

তবে মাহি জানিয়েছেন, ‘প্রতিটি শিল্পীরই নিজের পরিবারের বাইরেও একটি পরিবার থাকে কাজের আঙিনায়। আমারো অনেক আত্মার মানুষ আছেন, কাছের মানুষ আছেন, প্রিয়জন আছেন চলচ্চিত্রপাড়ায়। খুব শিগগিরই তাদের সবাইকে নিয়ে আমি আবারো অনুষ্ঠানের আয়োজন করবো। আমি আমার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, চলচ্চিত্রের সবাইকে নিয়ে সুন্দর একটা অনুষ্ঠান করব। সেখানে আমি নাচব ও অনেক আনন্দ করবো।’
২৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে