বিনোদন ডেস্ক : সিলেটের ছেলে পারভেজ মাহমুদ আপু, তিনি বিয়ে করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়িকা মাহিয়া মাহিকে। বুধবার তাদের আকদ, বাগদান পরবর্তী একইদিন সন্ধ্যায় উত্তরাতে সাংবাদিকদের মুখোমুখি হন বর-কনে দু’জনই। আর এখানেই উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নে উত্তর দেন তারা দু’জন।
বিয়ের পর অনেক নায়িকাই পর্দা থেকে দূরে সরে যান। অনেক ক্ষেত্রে স্বামী বা শ্বশুর বাড়ির লোকজন চান না, তাদের বউ আর রঙ মেখে সিনেমার পর্দায় হাজির হোক। মাহির বেলাতেও কি তেমন হবে? সাংবাদিকদের এমন প্রশ্নে সরলভাবে উত্তর দেন অপু। তিনি হাসি মুখেই জানান, ‘আপনাদের মাহি আপনাদেরই থাকবে’।
অপু মাহির ভক্ত ও শুভাকাঙ্খিদের কাছে দোয়া চেয়ে বলেন, আমি আপনাদের মাহিকে ছিনিয়ে নিইনি। মাহি তার জায়গাতেই আছেন। সে থাকবে আপনাদের মাঝেই। এটুকু আমি নিশ্চিত করেই বলতে পারি।
স্ত্রী মাহির সুবাদে প্রথমবারের মত এত সংখ্যক গণমাধ্যমকর্মীদের সামনে এসেছেন অপু। একের পর এক সাংবাদিকদের প্রশ্ন। ক্যামেরায় ক্লিকের পর ক্লিক ফ্লাশ লাইটের ঝলকানি, অনেকেরই দৃষ্টি ছিল অপুর দিকে। এ বিষযটিকে কিভাবে নিচ্ছেন তিনি?
এমন প্রশ্নে একটু হেসেই অপু জানিয়েছেন, ‘আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার অনুভূতি কেমন। এতো আলোতে আমি প্রথমবারের মতো... আমার আসলে খুবই নার্ভাস লাগছে।’
২৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন