বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬, ০৮:১৬:০৪

ঘর ভাঙছে হলিউড তারকা অ্যাম্বার হার্ড

ঘর ভাঙছে হলিউড তারকা অ্যাম্বার হার্ড

বিনোদন ডেস্ক : ভালোবেসে ৫২ বছরের জনি ডেপকে বিয়ে করেছিলেন ৩০ বছরের অ্যাম্বার হার্ড।  এ বিয়ে বেশিদিন হালে পানি পাচ্ছে না।  মাত্র ১৫ মাসেই ঘর ভাঙলো হলিউডের এই তারকা দম্পতির।

মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতের একটি ডকুমেন্টে বলা হয়েছে, জনি ডেপের সঙ্গে অভিনেত্রী অ্যাম্বার হার্ডের বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে।  

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।

টেক্সাসের এ অভিনেত্রীর বিবাহ বিচ্ছেদের দিন ধার্য হয়েছে আগামী রোববার।

অলঙ্ঘনীয় মতবিরোধকে কারণ দেখিয়ে লস অ্যাঞ্জেলেসের সুপিরিয়র কোর্টে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন অ্যাম্বার হার্ড।

২০১১ সালে 'দা রাম ডায়রি' চলচ্চিত্রে সহশিল্পীর অভিনয়কালে ৫২ বছর বয়সী জনি ডেপের প্রেমে পড়েন অ্যাম্বার হার্ড।  তবে তাদের সংসারে কোনো সন্তান হয়নি।

আদালতে জনি ডেপ তার বিরুদ্ধে অ্যাম্বার হার্ডের করা অভিযোগ অস্বীকার করেছেন।

জনি ডেপ এমন এক সময়ে এ পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছেন মাত্রই তার মা মারা গেছেন।  তার অভিনীত সর্বশেষ ছবি 'অ্যালিস থ্রো দ্য লুকিং গ্লাস' মুক্তি পেতে যাচ্ছে আগামীকাল।
২৬ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে