বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬, ০৯:০২:০৩

৬ মাসের জন্য ফ্রান্সে বাড়ি ভাড়া নিলেন রানি মুখার্জি

৬ মাসের জন্য ফ্রান্সে বাড়ি ভাড়া নিলেন রানি মুখার্জি

বিনোদন ডেস্ক : রানি মুখার্জির মেয়ে আদিরা এখন ফ্রান্সে। ৬ মাসের এই কচি মেয়ে তার বলিউড ডেবিউ ফিল্মের শ্যুটিং-এ ব্যস্ত। টানা কয়েকদিন এমনটাই চলবে। তাই মেয়েকে যাতে পরিবারের থেকে দূরে থাকতে না হয়, সেজন্য তল্পিতল্পা গুটিয়ে মাস ছয়েকের জন্য প্যারিসে পাড়ি জমালেন রানি। শহরের প্রাণকেন্দ্রে একটি 'আলিশান' ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তিনি। সঙ্গে নিয়ে গিয়েছেন তার মা পামেলা মুখার্জি ও বাড়ির রান্নার লোককে।

আদিত্য চোপড়ার ডিরেক্টোরিয়াল ফিল্ম বেফিক্‌রের শ্যুটিং চলছে প্যারিসে। রণবীর সিং, বাণী কাপুর অভিনীত এই ফিল্মের অন্যতম চরিত্র আদিত্য-রানির ছ'মাসের মেয়ে আদিরা। বাবার তত্ত্বাবধানে রোজই ক্যামেরায় পোজ দিচ্ছে এই তারকা-কন্যা। সেজন্য শ্যুটিং-এর সময়টায় যাতে আদিরাকে পরিবারের থেকে আলাদা থাকতে না হয়, তাই প্যারিসে ৬ মাসের জন্য একটি 6-BHK ফ্ল্যাট ভাড়া নিয়েছেন রানি মুখার্জি।

নানি পামেলা যাতে তার আদরের নাতনিকে সবসময় কাছে পান, সেজন্য মাকেও প্যারিসে নিয়ে গিয়েছেন রানি। কয়েক দিনের মধ্যেই তাদের সঙ্গে যোগ দেবেন রানির ভাই রাজা, তার স্ত্রী জ্যোতি ও তাদের মেয়ে মিষ্টি। শ্যুটিংয়ের সাথে সাথে ফ্যামিলি গেট টুগেদারও হয়ে যাবে - যাকে বলে ফুলটাইম মাস্তি। শ্যুটিং-এ ব্যস্ত স্বামী আদিত্য যাতে ঘরের খাবার খেতে পারেন, সেজন্য বাড়ির রান্নার লোকটিকেও রানি সাথে করে নিয়ে গিয়েছেন।
২৬ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে