বিনোদন ডেস্ক : ভারতের অাসামের নবনির্বাচিত বিধায়ক আঙুরলতা ডেকা এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। অভিনেত্রী থেকে বিধায়ক আঙুরলতা এখন গুগল এবং সোশ্যাল মিডিয়ার ‘মোস্ট সার্চিং টপিক’।
দৈনিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, নাচের প্রতি ঝোঁক ছিল ছোটবেলা থেকেই। কত্থক শিখছিলেন তিনি। কত্থকে মাস্টার্স করার ইচ্ছেও ছিল আঙুরলতা ডেকারের।
এতে বলা হয়, তার নাচ দেখে মুগ্ধ হয়ে যান অাসামের চিত্র পরিচালক চক্রহর ডেকা। আঙুরলতাকে ফিল্মে অভিনয় করার প্রস্তাব দেন তিনি। কিন্তু তখন পরিবারের আপত্তিতে ফিল্মে অভিনয়ে আসতে পারেননি তিনি। কিন্তু অভিনয়ের ইচ্ছেটা ছিল তার।
আগরতলায় একটি অনুষ্ঠানে অভিনেত্রী সীমা বিশ্বাসের সঙ্গে আলাপ হয় আঙুরলতার। তার ইচ্ছার কথা জেনে সীমা বিশ্বাস আঙুরলতার পরিবারের সঙ্গে কথা বলেন। শেষ পর্যন্ত মত দেয় তার পরিবার।
২০০৮-এ অাসামের একটি নাটকে বেনজির ভুট্টোর চরিত্রে অভিনয় আঙুরলতাকে বেশ জনপ্রিয় করে তোলে। সেই থেকে শুরু। বিগত আট বছর ধরে আঙুরলতা অাসামের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন।
অভিনয়ের জগতে অাসামের বিখ্যাত অভিনেতা তপন দাসকে নিজের ইনপ্সিরেশন বলে মনে করেন আঙুরলতা। অভিনেত্রী থেকে বিজেপি বিধায়ক আঙুরলতা এখন গুগল এবং সোশ্যাল মিডিয়ার ‘মোস্ট সার্চিং টপিক’।
তার স্বামী আকাশদীপও অাসামের বিনোদন দুনিয়ার একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। আঙুরলতার বিধায়ক হওয়ার লড়াইয়ে আকাশদীপের সমর্থন ও সহযোগিতাও অনেক।
অভিনয়ের মতো রাজনীতিতেও সফলভাবেই উড়ান শুরু করলেন বিজেপি বিধায়ক আঙুরলতা। নির্বাচনী প্রচারেও মন জয় করে নিয়েছেন অসংখ্য মানুষের।
২৬ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম