বিনোদন ডেস্ক : মালিক টাকা দেন, আর তিনি বিনোদনের জন্য কোমর দোলান। দল হারুক জিতুক তার কী! কিন্তু না, বর্তমানে যুগে তিনি একেবারে ব্যতিক্রম। কোটলায় ফাইনালে সান রাইজার্স হায়দরবাদের কাছে হেরে বিদায় নেয় কলকাতা। কিন্তু এই হারের পর কলকাতা নাইট রাইডার্সের এক চিয়ারলিডার্স কেঁদে ফেলেন। এরপরই সেই চিয়ারলির্ডাসকে নিয়ে আলোচনা শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কেকেআর মালিক শাহরুখ খান সেই চিয়ারলিডার্সের কান্নার ছবি টুইটারে পোস্ট করেন।
শোনা যাচ্ছে দক্ষিণ আফ্রিকায় থাকেন এই চিয়ারলির্ডাস। ক্রিকেট খুব ভালবাসেন এই তিনি। মাঠে নয় হোটেলের ফেরার পথেও নাকি তিনি কাঁদতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার প্রশংসা করেন। তবে সোশ্যাল মিডিয়া মানেই হাসিঠাট্টার পোস্ট। সেইরকমই এক পোস্টে এই চিয়ারলিডার্সকে উদ্দেশ্য করে লেখা হয়, হারলে কী তুমি পয়সা পাবে না!
রোহন জিরো জিরো সেভেন নামের এক টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয় হেরে বিদায় নেয়ায় নেচে আর টাকা রোজগার হবে না, কয়েকদিন বেকার থাকতে হবে, তাই নাকি তিনি কাঁদলেন। অনেকে আবার বলছেন, শাহরুখ এবার এই চিয়ারলির্ডাসকে তার সিনেমায় সুযোগ দেবেন। সেসব তো গেল ঠাট্টা, তামাশার কথা। কিন্তু এই চিয়ারলিডার্সের কান্না আইপিএল আবেগকে আলাদা মাত্রা দিল তাতে সন্দেহ নেই।
চিয়ারলির্ডাস মানেই খোলামেলা পোশাকে নাচা। আম জনতার কাছে শুধুই বিনোদনের খোরাক। কিন্তু এই চিয়ারলির্ডাস প্রমাণ করলেন পেশাদার মানে শুধু সঠিক সময়, সঠিক কাজ করার জন্য আবেগ বর্জিত হয়ে যাওয়া নয়। বরং আবেগকে পুঁজি করে কাজ করলে সেটাই বড় পেশাদারিত্বের প্রমাণ হয়ে দাঁড়ায়।
২৬ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই