বিনোদন ডেস্ক : এবার আর গুজব নয়। সত্যি সত্যিই একই ছবিতে দেখা যাবে আমির-সালমান ও শাহরুখকে। এতদিন এ নিয়ে অনেক গুঞ্জন চললেও সত্যি আর হয়নি। তবে এবারই তা সম্ভব করলেন নির্মাতা ইকবাল সুলেমান।
শাহরুখ-সালমান বা সালমান-আমিরকে এক ছবিতে দেখা যাওয়া আশ্চর্য কিছু না। কিন্তু শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবে আমির! ব্যাপারটা হজম হওয়া মুশকিল। এই দুই খানের মধ্যে যা ঠাণ্ডা যুদ্ধ চলে, তাতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার কথা শোনা গেলে, তা বিশ্বাস করা একটু কঠিন হয় বৈকি। এরা একসঙ্গে ছবি তুললেই তা পেজ থ্রির টপ স্টোরি হয়ে যায়। আর সিনেমা করলে তো কথাই নেই।
তবে সত্যিই কিন্তু ব্যক্তি শাহরুখ আর ব্যক্তি আমির স্ক্রিন শেয়ার করছেন না। পরিচালক ইকবাল সুলেমানের ছবির নাম ‘আমির সালমান শাহরুখ’। ছবিতে এদের তিনজনের ভূমিকায় যারা অভিনয় করছেন, তাদের সাজানোও হয়েছে বাদশা, সল্লু মিয়া আর মিস্টার পারফেকশনিস্টের স্টাইলে। এই তিনজনের নাম ব্যবহার করায় সুলেমান নিজে একটু চাপেই আছেন। তিনি জানিয়েছেন, আশা করি কোনো সমস্যা হবে না।
২৭ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন