বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমায় বাপ্পী চৌধুরী আর মাহিয়া মাহির একই সাথে আগমন ঘটে। সেই সুবাধে তারা দু’জন খুবই ভালো বন্ধুও। অথচ মাহির বিয়ে হয়েছে, আর সে খবর জানতেন না বাপ্পী! আর যখন জানলেন, তখন তার অবাক হওয়া ছাড়া কি আর করার?
বাপ্পি জানিয়েছেন, মাহির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমরা দুজন অনেক ভালো বন্ধু। খুব ঘনিষ্ঠ বন্ধুও বলতে পারেন। সবসময়ই আমাদের মধ্যে যোগাযোগ থাকে। কিন্তু ওর বিয়ের ব্যাপারটা আমি আগে থেকে জানতাম না। এটা ওর সারপ্রাইজ ছিল। আর আসলেই আমি সারপ্রাইজড হয়েছি।
তিনি আরও বলেন, বিয়ের কারণে মাহির সঙ্গে আমার সম্পর্কে কোনো পরিবর্তন আসবে না। আমরা আগে যেমন বন্ধু ছিলাম, এখনো তেমনই বন্ধু থাকব। ছবিতেও আগের মতোই কাজ করব।
বাপ্পী জানিয়েছেন, বৃহস্পতিবার মাহির সঙ্গে ফোনে আমার কথা হয়েছে। তার নতুন জীবনের জন্য আমি শুভকামনা জানিয়েছি। বিয়ের আগে মাহির সঙ্গে আমার যেমন সম্পর্ক ছিল, এখনও তেমনই আছে এবং সামনেও থাকবে। ছবিতেও আমাদের আগের মতোই দর্শক পাবেন।
তিনি বলেন, জুনের ১ তারিখ থেকে আমরা নতুন ছবির শুটিং শুরু করতে যাচ্ছি। এছাড়া আরো একটি ছবিতে কাজ করার জন্য কথা চলছে। বাপ্পি-মাহির একটা ক্রেজ ছিল, ক্রেজ আছে এবং সবসময় থাকবে। তাই মাহির সঙ্গে অভিনয় করতে আগে যেমন আমি আগ্রহী ছিলাম এখনো তেমনই আগ্রহী আছি।
২৭ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন