শুক্রবার, ২৭ মে, ২০১৬, ০২:৪৭:৫৫

এবার ‌‘আইএস'র টার্গেট শাহরুখ ও সালমান!

এবার ‌‘আইএস'র টার্গেট শাহরুখ ও সালমান!

বিনোদন ডেস্ক : জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) নাকি এবার বলিউড বাদশা শাহরুখ খান ও সুলতান সালমান খানকে টার্গেট করেছে! প্রাথমিকভাবে এমনই খবর দিয়েছে মুম্বাইয়ের পুলিশ কমিশনার দত্তাত্রেয় পদসালগিক।

মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে, বলিউড তারকাদের বন্দি করে, ভয় দেখিয়ে বিপুল টাকা দাবি করতে পারে আইএসের ভারতীয় শাখা জানুদ-উল-খালিফা-হিন্দ। তাই পুলিশ জানিয়েছে, কোনো তারকা হুমকির আভাস পেলে বা এমন আশঙ্কা করলে পুলিশের দ্বারস্থ হতে পারেন। পুলিশ তাকে পূর্ণ নিরাপত্তা দেবে।  
 
পুলিশ কমিশনার এও জানিয়েছেন, তথ্য যেহেতু প্রাথমিক স্তরে রয়েছে তাই এ বিষয়ে বিস্তারিত বলার মতো সময় এখনো আসেনি। আরো বিস্তারিত তথ্য পাওয়া গেলেই পরবর্তী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

তবে তিনি প্রাথমকি তথ্য প্রসঙ্গে শুধু এটুকুই বলেছেন, আইএস জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হওয়া নেতাদের জিজ্ঞাসাবাদ করে এ তথ্য পেয়েছে গোয়েন্দারা।
২৭ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে