শুক্রবার, ২৭ মে, ২০১৬, ০৪:১১:৫১

অতঃপর শ্বশুর বাড়িতে মাহি

অতঃপর শ্বশুর বাড়িতে মাহি

বিনোদন ডেস্ক : সিলেটের ‘স্বর্ণশিখা’ নামে যে বাড়িটি তা ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির শ্বশুরবাড়ি। আজ (শুক্রবার) দুপুরের দিকে দক্ষিণ সুরমা উপজেলার কদমতলী এলাকার এই বাড়িতে উঠেছেন নববধূ। একটি বিমানযোগে তারা ঢাকা ছেড়ে সিলেটে যান।

এর আগে গত মঙ্গলবার রাতে ঢাকায় গায়ে হদুল অনুষ্ঠান সম্পন্ন হয়। পরদিন বুধবার সিলেটী ছেলে অপুর সঙ্গে বিয়ের পিড়িতে বসেন মাহি। পারিবারিক সূত্রে জানা যায়, আগামী ২৪ জুলাই সিলেটে মাহির বিবাহোত্তর সংবর্ধনা হবে।

এদিকে, সিলেট নগরীর ২৬ নং ওয়ার্ডের কদমতলি (মুমিনখলা) এলাকার ‘স্বর্ণশিখা’ (অপুর বাড়ি) বাড়িতে গিয়ে দেখা গেছে, তাদের বাড়ির অবস্থা এখনো প্রায় জমিদার বাড়ির মতো। বাড়িতে কোন সীমানা প্রাচীর না থাকলে বিভিন্ন প্রকাশ ফলজ ও বনজ গাছ আর বাঁশ ঝারে বাড়িটি বেষ্টনি দিয়ে রেখেছে।

নব দম্পতি সকলের দোয়া চেয়েছেন। সিলেটে তারা ক’দিন থাকবেন। এরপর আবার আগামী সপ্তাহে ঢাকায় ফিরবেন। আগামী সপ্তাহে বাপ্পীর বিপরীতে একটি নতুন ছবিতে মাহি অংশ নিবেন।
২৭ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে