বিনোদন ডেস্ক : ক'দিন আগে খবর শোনা গিয়েছিল বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দার সাথে বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের প্রেম গঞ্জন। তাদের দুজনকে নিয়ে এ পর্যন্ত অনেক চর্চারই হয়েছে বলিউডে।
শুধু তাই নয়, নভ্যা নভেলি নন্দার সাথে একটি বিতর্কিত ভিডিও ক্লিপও ভাইরাল হয়েছিল। যা নিয়ে বিশ্বজুড়ে দারুণ তোলপাড় শুরু হয়। তবে ওই ভিডিওটি ফেক বলেই জানানো হয়েছিল দুই পরিবারের সূত্র থেকে। তবে কোন পরিবারই এ নিয়ে সরাসরি মুখ খুলেনি।
এছাড়া নভ্যা নভেলি নন্দার সাথে ক’দিন পরপরই সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করে সংবাদের শিরোনামও হেয়েছেন আরিয়ান। এতে করে ধারণা করা হয় তাদের দু’জনের মাঝে হৃদয়ের লেনাদেনা রয়েছে।
এদিকে সম্প্রতি নতুন করে আরও একটি গুঞ্জন ছড়িয়েছে বলিউডে। আরিয়ানের সাথে নতুন করে জড়িয়েছে আরেক তরুণী। বলা হচ্ছে আরিয়ানের সাথেও ওই তরুণীটি তার নতুন প্রেমিকা। এই ছবিটি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।
সম্পতি শেষ গ্র্যাজুয়েশন সম্পন্ন করলেন বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান। আর এই সাফল্যের সেলিব্রেশন করলেন এক তরুণীর সঙ্গে। দুজনের ঘনিষ্ঠভাবে কাটানো সেই সময়ের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল! বলিউডের মিডিয়াগুলো মেতে উঠল জল্পনায়।
অরিয়ানের সঙ্গে থাকা তরুণী কি তার বন্ধু? নাকি গার্লফ্রেন্ড? ঘনিষ্ঠ ছবিগুলো নিয়ে চারদিকে চলছে গুঞ্জন বলিউডে। এই ফিসফাস শুধুই গুজব নাকি সত্যি তা সময়ই বলে দেবে!
২৭ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন