বিনোদন ডেস্ক : সিলেটের ব্যবসায়ী পরভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছেন মাহি। মাহির কথা মতে, অপু একটু বোকা-সোকা, গ্রামের সহজ-সরল যুবক। তাকে সে তার স্বপ্নে রাজকুমার বলেই মনে করেন। আজ সেই রাজকুমারের হাত ধরেই সিলেটের শ্বশুরবাড়িতে উঠেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা।
এদিকে বিয়ের দিন সন্ধ্যায় উত্তরাতে গণ-মাধ্যমকর্মীদের সাথে মাহি তার বরকে পরিচয় করিয়ে দেয়। সেখানেই দু’জন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন তারা। তবে মজার ব্যাপার হলো, সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মাহির স্বামী অপু সবার সামনেই মাহিকে আপনি আপনি করেই সম্বোধন করছিলেন। শুধু তাই নয় ‘আপু’ বলেও ডাকছিলেন!
বিষয়টি তাৎক্ষণিক গণমাধ্যমকর্মীদের চোখ আড়াল করে গেলেও, সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদের একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। ভিডিওটিতে দেখা যায়, মাহির স্বামী অপু বলছেন, আমি কোথাও নিয়ে যাইনাই, উনি-আপু যে জায়গায় আছে সেখানেই থাকবে, আপনাদের মাঝে।’
২৭ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন