বিনোদন ডেস্ক : সহকর্মী প্রেমিক নির্ঝর সিনহা রওনকের সঙ্গে অভিমান করে গত মঙ্গলবার (২৪ মে) ভোর ৫টার দিকে রাজধানীর মিরপুরে রূপনগরের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মডেল সাবিরার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবেও দায়িত্বে ছিলেন।
আত্মহত্যার বিষয়টি নাকি আগেই মডেল সাবিরা তার মাকে জানিয়েছিলেন। শুক্রবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান এমনটাই জানিয়েছেন।
তবে তার মা নিশাদ কাদের সিমি বিষয়টিকে গুরুত্ব দেননি। তিনি ভেবেছিলেন মেয়ে হয়তো মজা করছেন। কিন্তু সত্যি সত্যি মেয়ে আত্মহত্যা করবেন তা ভাবেননি সাবিরার মা।
নিশাদ কাদের সিমির উদ্ধৃতি দিয়ে আখতারুজ্জামান বলেন, ঘটনার আগে সাবিরা তার মাকে মোবাইলে ফোন করে বলেন- আমি আত্মহত্যা করব। তার মা সাবিরাকে আত্মহত্যা করার আগে নিজের কুলখানি করে যেতে বলেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার আত্মহত্যার আগে রাতেই ভিডিওবার্তা যুক্ত করে ফেসবুক স্ট্যাটাসে সাবিরা লেখেন, ‘আমি তোমাকে (নির্ঝর) দোষ দিচ্ছি না। এটা তোমার ছোট ভাইকে বলা। সে আমাকে যা ইচ্ছে বলেছে। আর বেস্ট পার্ট হল, সে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আর আমার প্রশ্ন হল, তোমার কি একটুও ফিল হয়নি?’
এছাড়া ফেসবুক পেজে একটি ৯ মিনিটের ভিডিও আপলোড করে গেছেন সাবিরা। সেই ভিডিওটিতে একটি ছুরি হাতে সাবিরাকে বারবার পেটে ও গলায় চাপ দিতে দেখা যায়। কিন্তু ব্যর্থ হওয়ায় তিনি বলেন, 'আমি ব্যর্থ, আপাতত। এবার পরবর্তী পদক্ষেপ নেব।'
এদিকে সাবিরার আত্মহত্যার ঘটনায় পুলিশ নির্ঝর ও তার ভাই প্রত্যয়কে গ্রেফতার করেছে।
২৭ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই