বিনোদন ডেস্ক : নানা চ্যালেঞ্জিং চরিত্রকে পর্দায় অবলীলায় ফুটিয়ে তোলেন অভিনেতারা৷ তাদের অভিনয় দেখে আমরা মুগ্ধ হই৷ কিন্তু জানেন কি এক পিছনে রয়েছে কতটা কঠোর পরিশ্রম?
যখন 'সরবজিৎ' ছবির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছিল, তখন রনদীপ হুদাকে দেখে অনেকেই চমকে গিয়ে ছিলেন৷ ওইরকম পেটানো চেহারার সুপুরুষ মানুষটির এমন কঙ্কালসার চেহারা দেখে অবাক হয়েছিলেন অনেকেই৷ ছবির জন্য ওজন কমানো এক, কিন্তু না খেতে পাওয়া রুগ্ন মানুষের মতো ওজন কমানো মানে রীতিমত কৃচ্ছ সাধন করা৷ ছবির স্বার্থে সেটাই করেছিলেন রণদীপ৷
খাওয়াদাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছিলেন৷ এইভাবেই ৯৪ কিলো ওজন কমিয়ে হয়ে ছিলেন ৬৬ কিলো৷ তবে রণদীপ একা নন, বলিউডের অনেক অভিনেতাই চরিত্রকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তোলার জন্য পরিশ্রম করতে পিছপা হচ্ছেন না৷ ইদানিং বলিউডে ছবি নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট হচ্ছে৷ ছবির দর্শকও তার সঙ্গে বদলাচ্ছেন৷ ফলে অভিনেতারাও চাইছেন তাদের পরিশ্রম দিয়ে দর্শকের প্রত্যাশাকে যথাযথ ভাবে পূরণ করতে৷
দর্শকের প্রত্যাশা পূরণ করতেই কেউ রোগা হচ্ছেন আবার কেউ বিশেষ চরিত্রে অভিনয় করার জন্য বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন৷ এই প্রসঙ্গে শাহরুখ খানের কথা আসতেই পারে৷ সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখের 'ফ্যান' ছবিটি৷ এই ছবিতে শাহরুখ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন৷ এক সুপারস্টার অভিনেতা আরিয়ান খান্না ও তার ফ্যান গৌরব চান্নার চরিত্রে অভিনয় করার সময় তাকে বেশ খাটতে হয়েছে৷
সিনেমা পর্দায় গৌরবের বয়স শাহরুখের হাঁটুর বয়সের সমান৷ মেক-আপের কারসাজির কথা অস্বীকার করা যায় না৷ তবে মেক-আপকে বিশ্বাসযোগ্য করে তুলতে শাহরুখ আলাদা করে ওজন কমানোয় মন দিয়েছিলেন৷ তবে শুধু ওজন কমানোই নয়, শাহরুখের আর এক ছবি 'মাই নেম ইজ খান'-এর জন্যে বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন৷ 'বরফি' ছবিতে ঝিলমিলের চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা মাত্রই দর্শক মুগ্ধ হয়েছেন৷ এই অটিস্টিক চরিত্রে অভিনয় করার জন্য প্রিয়াঙ্কাকেও বিশেষ প্রশিক্ষণ নিতে হয়েছে৷
আমির খান বলিউডে মিস্টার পারফেকশনিস্ট নামেই পরিচিত৷ 'গজনী' থেকে সাম্প্রতিক ছবি 'দঙ্গল'-আমির ছবির জন্য ওজন বদলেছেন বারবার৷ অল্প দিনের মধ্যেই ওজন বাড়িয়েছেন, আবার হঠাই কঠোর পরিশ্রম করে ওজন কমিয়ে ফেলা বোধহয় আমিরের পক্ষেই সম্ভব৷ অভিনেতা বরুন ধাওয়ানকে আমরা একটু ফুরফুরে মেজাজের চরিত্রে অভিনয় করতে দেখে অভ্যস্ত৷ তবে 'বদলাপুর' ছবিতে তার রাঘবের চরিত্রটা একেবারেই আলাদা৷ এই চরিত্রে অভিনয়ের প্রস্তুতির জন্যে বরুণ নাকি সেই সময়টা পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছিলেন৷ বেশির ভাগ সময় একাই কাটাতেন!
'বাজিরাও মাস্তানি' ছবির জন্য দীপিকা পাড়ুকোনকে মার্শাল আর্ট ও কালারিয়াপায়াট্টু শিখতে হয়েছে৷ শুধু তাই নয়, তলোয়ার খেলার দৃশ্যগুলোর জন্য একটানা দশ-বারো ঘণ্টা শুটিংও করতে হয়েছে এই নায়িকাকে৷ 'হামারি অধুরী কাহানী' ছবিতে রাজকুমার রাও অভিনয় করেছেন একজন সন্ত্রাসীর চরিত্রে৷ এর জন্য তিনি টানা ২০ দিন গোসল করেননি৷ সালমান খানও 'সুলতান' ছবির জন্যে প্রচুর ওজন বাড়িয়েছেন৷ তাই সাফল্যের জন্যে পরিশ্রমের বিকল্প যে কিছু নেই তা কিন্তু বারংবার প্রমাণিত হয়েছে৷
২৭ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই