শুক্রবার, ২৭ মে, ২০১৬, ১১:০১:১২

সালমান খানই সেরা আবার তা প্রমান করলেন!

সালমান খানই সেরা আবার তা প্রমান করলেন!

বিনোদন ডেস্ক : একটি রিয়েলিটি শো-র সেটে হাজির হয়ে এক দৃষ্টিহীন ভক্তর সঙ্গে দেখা করে তাকে চমক দিলেন বলিউডের ব্যাচেলর খান সালমান। এই অভিনেতা ফের প্রমাণ করে দিলেন, তিনি সবার থেকে একটু আলাদা।

যুগপ্রীত বাজবা নামে সালমানের এই ভক্ত সঙ্গীতশিল্পী। তিনি একটি বেসরকারি চ্যানেলের গানের অনুষ্ঠান করছেন। সেই অনুষ্ঠানেরই সেটে গিয়ে তার সঙ্গে দেখা করেন সালমান। প্রিয় অভিনেতার সঙ্গ পেয়ে স্বাভাবিকভাবেই অভিভূত যুগপ্রীত।

সূত্রের খবর, একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন সালমান। কাজ শেষ হয়ে যাওয়ার পর ভ্যানিটি ভ্যানে উঠতে যাচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় তিনি জানতে পারেন, পাশেই একটি সেটে ওই গানের অনুষ্ঠানের রিহার্সাল চলছে। তখনই সেখানে হাজির হয়ে যান ভাইজান সালমান। ভক্তর সঙ্গে দেখা করে তাকে উৎসাহিত করেন।

যুগপ্রীত বলেছেন, ‘সালমান স্যার আমার কাছে এসে কানের কাছে মুখ নিয়ে গিয়ে আস্তে করে কথা বলেন। এরপর তিনি আমাকে জড়িয়ে ধরেন। আমি এতটাই আপ্লুত হয়ে গিয়েছিলাম যে শুধু তার আশীর্বাদ নিই। সামলান খানের সঙ্গে দেখা করতে পেরে নিজেকে বিশ্বের সবচেয়ে উপরে মনে হচ্ছে। এতজনের মধ্যে থেকে শুধু আমার সঙ্গেই তিনি দেখা করেছেন। তাই নিজেকে বিশেষ একজন মনে হচ্ছে।’

ভক্তর সঙ্গে শুধু দেখা করাই নয়, ভবিষ্যতে তার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন সালমান।
২৭ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে