বিনোদন ডেস্ক : তারকা জগতের কাউকে না জানিয়েই বিয়ে করেন মাহি। বৃহস্পতিবার আকদ, বাগদান পরবর্তী সন্ধ্যায় উত্তরার একটি হোটেলে মাহি তার বর সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সাথে গণমাধ্যমকর্মীদের পরিচয় করিয়ে দেন।
শুক্রবার বরের হাত ধরে মাহি উঠেছেন সিলেটে তার শ্বশুরবাড়িতে। তবে শ্বশুরবাড়িতে যেতে না যেতেই পেয়েছিলেন তিনি দুৎসংবাদ। খবর এসেছিল তার ফুফা শ্বশুর মারা গেছেন শুক্রবার দুপুরে। এমন একটি খবর বিয়ের আনন্দকে মাটি করে দিয়েছে।
এদিকে বিয়ের কয়েক ঘণ্টা পেরুতে না পেরুতেই মাহির বিয়ে নিয়ে ফেসবুকজুড়ে চলছে ঝড়। সেখানেই ছড়িয়ে পড়েছে মাহির আগের বিয়ের কথা। পোষ্ট করা হয়েছে আগের স্বামীর সাথে মালাবদলসহ বিয়ের সাজে সজ্জিত মাহির ছবিও! সেই ঘটনার কিছু পর আরও খবর রটে যায়, এর আগে মাহি একবার নয়, দুবার তিনি বিয়ে করেছিলেন! সে হিসেবে অপু নাকি তার তৃতীয় স্বামী! তবে এ ব্যাপারে মাহি বা তার পরিবারের পক্ষ থেকে এখনও কোন বক্তব্য পাওয়া যায়নি।
জানা গেছে, ২০১৫ সালের ১৯ ডিসেম্বরে সংবাদপত্রে খবর প্রকাশিত হয়, ‘মাহির গোপন বিয়ে!’ এ নিয়ে সেসময় মিডিয়াঙ্গনজুড়ে তোলপাড় শুরু হয়। তবে ব্যাপারটি বেশিদিন স্থায়ীত্ব হয়নি।
সেসময় খবরে বলা হয়েছিল যে, মাহি শাওন নামে এক তরুণকে বিয়ে করেছেন। তখন ময়মনসিংহে দুই পরিবারের উপস্থিতিতে মাহি-শাওন মালা বদল করেন। সেসময় এ নিয়ে বেশ কয়েকদিন গরম ছিল বিনোদন জগৎ। এরপর আবার চুপ।
তবে নতুন খবর হলো ২৭ মে সন্ধ্যার পর থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মাহির কিছু ছবি ভেসে বেড়াচ্ছে। যার শিরোনাম অনেকে দিয়েছেন, ‘চিত্রনায়িকা মাহিয়া মাহির আগেও দুইবার বিয়ে হয়েছিল! ঘটনা কী সত্যি’?
এবার নতুন করে গুঞ্জন রটেছে এটাই মাহির প্রথম বিয়ে নয়! এর আগেও নাকি বিয়ে করেছিলেন তিনি! ছবিগুলোতে দেখা যাচ্ছে, বধুসাজে আছেন মাহি। পাশে তার কথিত স্বামী শাওনকেও দেখা যাচ্ছে। অন্য একটি ছবিতে তারা দুজনেই গলায় মালা পরে বসে আছেন।
প্রসঙ্গত, কথিত এই বিয়ে সম্পর্কে সত্যতা পাওয়া না গেলেও এ নিয়ে ফেসবুকজুড়েই চলছে আলোচনা সমালোচনা। এ ব্যাপারে মাহির পক্ষ থেকেও কোন বক্তব্য এখনও পাওয়া যায়নি।
এদিকে গত ২৫ মে মাহি যুক্তরাজ্য থেকে কম্পিউটার প্রকৌশল বিদ্যায় পড়ালেখা শেষ করা আসা পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। অপু বর্তমানে সিলেট শহরে নিজেদের পারিবারিক ব্যবসায় দেখাশোনা করছেন। এছাড়া ২৫ মে সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি রেস্তোঁরায় স্বামীকে নিয়ে বিবাহোত্তর সংবাদ সম্মেলন করেছেন মাহি।
২৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন