শনিবার, ২৮ মে, ২০১৬, ১১:৩১:১৮

হিজাবি প্রভার বেলি ডান্স

হিজাবি প্রভার বেলি ডান্স

বিনোদন ডেস্ক : সাদিয়া জাহান প্রভা ছোটপর্দায় দারুণ জনপ্রিয় মুখ। তিনি প্রায় সময় বৈচিত্রপূর্ণ চরিত্রে অভিনয় করে থাকেন। এর আগে একবার তাকে দেখা গিয়েছিল গাড়িতে গাড়িতে লিফলেট বিতরণ করতে। এছাড়াও রাস্তায় ফুল বিক্রেতা, চায়ের দোকানীসহ অনেক চরিত্রেই দেখা গেছে প্রভাকে।

‘ইয়েস বস’ নামের একটি নাটকে অভিনয় করছেন প্রভা। গত ২৫ মে থেকে রাজধানীর উত্তররায় নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। আসছে ঈদে নাটকটি প্রচার হবে চ্যানেল আইতে। এ নাটকটিতে দারুণ মজাদার একটি চরিত্রে দেখা যাবে তাকে। এ নাটকটি রচনা ও পরিচালনা করছেন মাতিয়া বানু শুকু। এতে প্রভার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা মীর সাব্বির।

গল্প প্রসঙ্গে প্রভা জানিয়েছেন, ‘দম ফাটানো হাসির একটি গল্প। এখানে আমি এবং আমার স্বামী সৌদিবাসি ছিলাম। যার ফলে আমাকে হিজাব পরে অভিনয় করতে হয়েছে। দেশে এসে আমরা একজন বিজ্ঞানীর বাসায় থাকি। এ নিয়ে মূলত নাটকের গল্প। গল্পে আমাকে বেলি নাচও করতে হয়েছে।’
২৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে