বিনোদন ডেস্ক : বলিউডে সবসময় একটা তর্ক চলে শাহরুখ খান ও সালমান খানকে নিয়ে। তর্ক ঠিক এমন, কে বড়, শাহরুখ খান, নাকি সালমান খান? এর নিয়ে তাদের ভক্তদের মধ্যেও উত্তেজনা থাকে চরমে।
এই দুই খানের মধ্যে কে সেরা এ নিয়ে কত যে বিতর্ক বা আলোচনা হয়েছে, তার হিসাবও মেলা ভার। সেটা এখনো হয়। কারণ শাহরুখ ও সালমান কিংবা আমির খানের ছবি মানেই বক্স অফিসে হিট। তাদের ছবিতে টাকা লগ্নি করা মানেই হিট।
তবে সম্প্রতি খ্যাতিমান পরিচালক রাম গোপাল ভার্মা বলেছেন অন্য কথা। তার কাছে সালমান খান ও শাহরুখ খানের মধ্যে স্টার হিসেবে সালমানই এগিয়ে। এর আগেও ‘দাবাং’ তারকা সালমানের কাছে ‘চেন্নাই এক্সপ্রেস’ তারকা শাহরুখ হারবেন বলেও বলেছিলেন কোম্পানি খ্যাত পরিচালক রাম গোপাল ভার্মা। রামু মনে করেন, শাহরুখের চেয়ে সালমান অনেক বড় মাপের স্টার।
বেশ কিছুদিন আগে নিজের টুইটারে শাহরুখের সঙ্গে কমল হাসানের এবং সালমানের সঙ্গে রজনিকান্তের তুলনা করেছিলেন তিনি। লিখেছিলেন, মেগা স্টার শাহরুখ ইদানীং সাধারণ ফ্যানে পরিণত হচ্ছেন। ঠিক যেমনভাবে রজনিকান্তের কাছে নিজের তারকা গৌরব খুইয়েছিলেন কমল হাসান।
রামগোপাল ভার্মাকে প্রশ্ন করা হয়েছিল, সালমান কি এখন শাহরুখকে ছাপিয়ে ওপরে দিকে উঠছেন? রামুর উত্তর, ছাপিয়ে ওঠার প্রশ্ন উঠছে কেন? কারণ সালমান নিজেই শাহরুখের থেকে বড় স্টার। এর প্রমাণ তার শেষ তিনটি ছবিই হিট।
২৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন