শনিবার, ২৮ মে, ২০১৬, ০৫:০৭:২২

অবশেষে কথিত দুই বিয়ের ঘটনায় মামলা করলেন মাহি

অবশেষে কথিত দুই বিয়ের ঘটনায় মামলা করলেন মাহি

বিনোদন ডেস্ক : সম্প্রতি বিয়ে করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। তিনি বর্তমানে সিলেটে শ্বশুরবাড়িতে আছেন। তিনি শুক্রবার দুপুরের দিকে তার বর অপুর হাত ধরে শ্বশুরবাড়িতে উঠেন।

এদিকে শ্বশুরবাড়িতে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই খবর আসে মাহির ফুপা শ্বশুর মারা গেছেন। এরপরই আবার খবর রটে ফেসবুকে কে বা কারা কিছু ছবি ছড়িয়ে দিচ্ছেন। সেখানে দাবী করা হয়েছিল, মাহি এর আগে দুটি বিয়ে করেছেন! এসব খবর আবার বিভিন্ন নিউজ পোর্টালেও প্রকাশ করা হয়। আর এনিয়েই মাহি অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলা করেছেন।

মামলা করার খবরটি মাহি নিজেই জানিয়েছেন। তার দাবী পুরো বিষয়টিই উদ্দেশ্য প্রণোদিত। তাকে হেয় প্রতিপ্রন্ন করার জন্য নেপথ্যে থেকে এসব কিছুর কলকাঠি নাড়ছেন কেউ।

এ প্রসঙ্গে মাহি বললেন, ‘দেখুন আমি একটা নতুন জীবনের পথে পা বাড়িয়েছি। আমি চাইনা আমার শ্বশুরবাড়িতে আমাকে নিয়ে কোন ভুল বোঝাবুঝি হোক। আমি সাইবার ক্রাইম আদলতে মামলা করেছি। যারা যারা ফেসবুকে এসব ছবি ছেপেছেন এবং সংবাদ পরিবেশন করেছেন তাদের বিরুদ্ধে মামলা করেছি। সময় হলেই সব জানতে পারবেন।’

তবে, এর আগে দু’বার বিয়ের যে খবর প্রকাশিত হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি মাহি। শুধু বললেন, দেখুন, এসব যদি সত্য হতো তাহলে আমি লিগ্যালি মামলা করতে পারতামনা। আর যে এসব ছড়িয়েছে সে নিজেই মুখ খুলবে। একটু অপেক্ষা করুন।’

প্রসঙ্গত, খবরে প্রকাশিত হয়, ২০১০ সালে পলাশ নামের এক ব্যক্তির সঙ্গে ও ২০১৫ সালে শাওন নামে আরেক যুবকের সাথে মাহির বিয়ে হয়। দু’টো বিয়েই বছর না গড়াতেই বিচ্ছেদে গড়ায়।
২৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে