বিনোদন ডেস্ক : সম্প্রতি বিয়ে করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহি। হুট করে তার এই বিয়ে করাটাকে মেনে নিতে পারেননি অনেকেই। তবে তার বিয়েতে ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু হঠাৎ করে মাহি বিয়ে করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেছিলেন ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান ভিলেন মিশা সওদাগার।
হঠাৎ করে মাহির বিয়েটাকে মিশা সওদাগার ‘ফাজলামো’ বলে অভিহিতি করেছেন। বুধবার (২৫ মে) রাতে যুক্তরাষ্ট্র থেকে ফেসবুক একাউন্টে তিনি এ বিষয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন।
মিশা লিখেছেন, ‘ফাজলামি বন্ধ করা উচিত। না হলে ইন্ডাস্ট্রি ফাইনালি বন্ধ হয়ে যাবে। একটা শিল্পী যখন তার অভিনয়ের জাদু দেখিয়ে বক্স অফিস হিট করে ইন্ডাস্ট্রির অপরিহার্য হয় তখন সে ইন্ডাস্ট্রির অংশ হয়ে যায়। সে তখন কোনো হুটহাট সিদ্ধান্ত নিতে পারে না। কারণ তার দায়বদ্ধতা বেড়ে যায়। কিন্তু আজকালকার নায়ক-নায়িকাদের সিদ্ধান্ত ইন্ডাস্ট্রির ক্ষতি করছে।’
এদিকে মিশার এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় প্রথমে চুপ থাকলেও মাহি এ নিয়ে পরে মুখ খুলেন। তিনি বলেন, মিশা ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই- তিনি অন্যদের উদাহরণ টেনে আমাকে যেটা বলেছেন তেমনা নাও তো হতে পারে! আর মিশা ভাই যেটা লিখেছেন সেটা আমাকে ও চলচ্চিত্রকে ভালোবাসেন বলেই এমনটা বলেছেন। যারা মনে করছেন আমি চলচ্চিত্র থেকে হারিয়ে যাব তাদের বলছি- আমি অবশ্যই ছবিতে অভিনয় করবো। আমার নতুন পরিবার এ ব্যাপারে আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। কারণ একমাত্র চলচ্চিত্রের কারণেই আমি আজকের মাহিয়া মাহি।
মাহি আরও বলেন, আমি যদি অভিনয় যদি ছেড়েই দিই, তবে গায়ে হলুদের ফাঁকে নতুন ছবির জন্য মিটিংয়ে বসতাম না। ১ তারিখ থেকে বাপ্পীর সঙ্গে নতুন ছবির শুটিং শুরু করব।
মাহি পূর্বের অভিনেত্রীদের কথা উল্লেখ করে বলেন, আমাদের ববিতা, শাবানা ম্যাম ছাড়াও বলিউডের অনেকেই বিয়ের পর তাদের ক্যারিয়ারের ভীত মজবুত করেছেন। যেমন- শাহরুখ খান, আমির খান, কাজল, মাধুরী দীক্ষিত ছাড়াও অনেকে বিয়ের পর অভিনয়ে মনোযোগী হয়েছেন।
তিনি বলেন, তারাও তো বিয়ে-সংসারের মাঝেও সুপারহিট ছবি উপহার দিয়েছেন। তাছাড়া হলিউডের দিকে তাকালে আমরা দেখতে পাবো অনেকে নতুন এসে দু`একটি ছবিতে কাজ করেই লিভ টুগেদার করেছেন। পরে তারাও তো সফল হয়েছেন। আর আমি তো ধর্ম মোতাবেক বিয়ে করেছি।
২৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন