শনিবার, ২৮ মে, ২০১৬, ০৮:৩২:৫২

যে কারণে অমিতাভ বচ্চনকে ‘রাবিশ’ বলা হয়!

যে কারণে অমিতাভ বচ্চনকে ‘রাবিশ’ বলা হয়!

বিনোদন ডেস্ক : ঋভু দাশগুপ্ত পরিচালিত ‘তিন’ ছবিতে শোনা যাবে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন নিজের গলায় গান। ফের ব্যারিটোন ভয়েসের সম্মোহনে মুগ্ধ হওয়ার পালা তার দর্শকদের। কিন্তু গানে ভয় বিগ বি-র!

‘তিন’-এর প্রচার অনুষ্ঠানে তিনি বলেন, আমি সঙ্গীতশিল্পী নই। আমাকে সেরকম ভাববেন না। গান গাওয়ার সময় বেশ ভয় পাই। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত পরিচালক ক্লিনটন সেরেজো। এই ছবিরও সঙ্গীত পরিচালনার ভার তারই হাতে। অমিতাভ বলেন, ক্লিনটনের থেকে ছয় ইঞ্চি দূরে বসে তার এসব নিয়ে কথা বলতেও বেশ ভয় করছে।

অমিতাভ জানান, জনসমক্ষে গান গাইতে বেশ লজ্জা পান তিনি। বলেন, আমি ভীষণই আত্মসচেতন। তাই যে স্টুডিওতে স্বচ্ছন্দ বোধ করি, সেখানেই গান রেকর্ডিং করি। তিনি বলেন, মিউজিসিয়ানদের সাহায্যেই তাড়াতাড়ি রেকর্ডিং-এর কাজ সেরে ফেলতে পারেন। রেকর্ডের জন্য প্রয়োজনীয় সব কিছু জোগান দেন তারাই। রেকর্ডিং পছন্দ না হলে ‘রাবিশ’ বলে তা বাতিলও করে দেন। ফের নতুন করে তাদের নির্দেশে গান গাইতে হয়।

প্রসঙ্গত, ‘তিন’-এ ‘কিউ রে’ গানটি নিজেই গেয়েছেন অমিতাভ। জানা গিয়েছে, এখনো পর্যন্ত যতটুকু অমিতাভের গলায় রেকর্ড করা হয়েছে, সবটাই বাতিল করে দিয়েছেন ক্লিনটন। পরিচালক ঋভু জানিয়েছেন, রেকর্ডিং-এর সময় ক্লিনটনকে স্টুডিওতে পাঠাবেন তিনি। তা শুনে আরওই ভয় পেয়ে গিয়েছেন বিগ বি।

আগের গানগুলির মতো এই গানের রেকর্ডিং বচ্চনের কাছে খুব একটা সহজ হচ্ছে না। তার মতে, এই গানটা ‘টেরিবল’। কিন্তু তাকে অভয় দিয়েছেন ক্লিনটন। তিনি তাকে জানিয়েছেন, তার মেশিনে অমিতাভের গলাটা খুব ভালো শোনাবে। সেই শুনে রসিকতা করে অমিতাভ বলেন, আপনারা যেটা শুনবেন, তা ‘মেশিন ভার্সান’। আমার গানটা ভীষণই ‘বেসুরা’।

ওই ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করছেন বিদ্যা বালান এবং এক পুরোহিতের চরিত্রে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে।
২৮ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে