বিনোদন ডেস্ক : দুজনের মাছে অনেক ঝামেলা হয়েছে। তারপরই ব্রেক আপও হয়েছে। কিন্তু তাই বলে এতো! পেশার খাতিরেই কেবল তারা জগ্গা জাসুস সিনেমার শুটির করতে রাজি হয়েছেন। কিন্তু রোম্যান্টিক সিন শুট করার সময় আবার সেই ঝগড়া যেন মাথাচাড়া দিয়ে উঠল। বলি ডাবল (মুখোশ লাগিয়ে তাদের চেহারার মতো করে কাউকে) ব্যবহার করলেন রণবীর কাপুর আর ক্যাটরিনা কাইফ।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমে এমনই খবর প্রকাশ পেয়েছে। শোনা গেছে, তারা নাকি একে অপরের সঙ্গে সেই সিন করতে স্বচ্ছন্দ্য বোধ করছিলেন না। তাই শুটিংয়ে বলি ডাবল নিতে হয়।
তবে এও শোনা যাচ্ছে, রোম্যান্টিক সিন নয়। ফাইট সিকোয়েন্স শুট করার জন্যই নাকি বডি ডাবল নেয়া হয়েছে। তাদের বডি ডাবলের অনেক ছবি এখন অনলাইনে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে রণবীর আর তার বডি ডাবলের হাতে চোট। এই সিনটিই রণবীর-ক্যাটরিনার বডি ডাবলরা শুট করেছেন বলে শোনা গেছে।
এর আগে শোনা গিয়েছিল রণবীর নাকি ছবি থেকে কিছু রোম্যান্টিক সিন কেটে দেয়ার অনুরোধ করেন পরিচালক অনুরাগ বসুকে। তিনি নাকি জানিয়েছেন, তার আর ক্যাটরিনার এটাই শেষ ছবি। এর পর আর তারা একসঙ্গে ছবি করবেন না।
২৮ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই