বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:০১:১৩

‘ইন্টারন্যাশনাল টাউট’ মীর সাব্বির!

‘ইন্টারন্যাশনাল টাউট’ মীর সাব্বির!

বিনোদন ডেস্ক : গ্রামের ছেলে দেলোয়ার হোসেন দেলু। অন্যকে ঠকিয়ে জীবন জীবিকা নির্বাহ করে সে। অনেকের নিকট থেকে জিনিসপত্র বাঁকী নিয়ে এবং বহু ধার দেনা করে একসময় মালেশিয়া পালিয়ে যায় সে। সেখানে তিন সন্তানের জননী এক কোটিপতি বিধবা মহিলাকে বিয়ে করে তাকে সুকৌশলে হত্যা করে তার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে। সেখানেই প্রেম করে আবার বিয়ে করে এক বাংলাদেশী মেয়েকে।

তাদের ঘরে আসে দুই সন্তান। একসময় সন্তানসহ স্ত্রীকে মালেশিয়া রেখে দেশে পালিয়ে আসে সে। বর্তমানে অনেক টাকা পয়সার মালিক হয়ে দান খয়রাত করার নামে গ্রামের গরীব মানুষদের বোকা বানিয়ে পূর্ব কুকর্ম ঢাকার অপচেষ্টায় লিপ্ত হয়। তার গ্রামের দুইজন অশিক্ষিত অথচ সরলমনা মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে তাদের সাথেও প্রতারণা করে সে। ওদের একজনকে বিয়ে করার সমস্ত আয়োজন করে।

ইতোমধ্যে মালেশিয়ায় অবস্থানকারী স্ত্রী সুবিচারের প্রত্যাশায় ইন্টারপোলের মাধ্যমে দেশে দেলোয়ারের বিরুদ্ধে অভিযোগ করে। উৎ পেতে থাকা ডিআইবির আফিসার কাজী সেজে বিয়ের মজলিশে দেলোয়ারের সমস্ত অপকর্মের স্বাক্ষ্য প্রমাণ নিয়ে হাজির হয়। সেখানে তার মুখোশ উন্মোচিত করে প্রমাণ করে দেলোয়ার একজন “ইন্টারন্যাশনাল টাউট”।

এমনই দৃশ্য দেখা যাবে এ নাটকে। আর দেলু চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির।নাটকটি রচনা করেছেন ড. রুদ্র্র মোহাম্মদ মোস্তফা কামাল। আর পরিচালনা করেছেন এমদাদুল হক খান। এ নাটকে মীর সাব্বির ছাড়াও অহনা, জ্যোতিকা জ্যোতি, রহমত আলী, কাজী উজ্জ্বল, জোসনা বিশ্বাস, জাহাঙ্গীর আলম, জারা, রোমিও প্রমুখ অভিনয় করেছেন।

পরিচালক এমদাদুল হক খান জানান,‘ নাটকটি রোজার ঈদে প্রচার হওয়ার কথা ছিলো। কিন্তু তা আর হয়নি। নাটকটির শুটিং হয়েছে পূবাইল আর গাজীপুরে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে।-প্রিয়.কম
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে