বিনোদন ডেস্ক : ‘সব কিছুর মূলে নাকি নারী’। এমন কথা লোক মুখে প্রায়ই শোনা যায়। তবে এবার যা ঘটল তা কানে শোনা নয়, এক রকম চোখে দেখাও বলা যায়। সালমান-সঞ্জয়ের বন্ধুত্ব বলিউড পাড়ায় নজির। সেই বন্ধুত্বেই নাকি ফাটল ধরাল এক মহিলার কারণে!
সেই মহিলার নাম রেশমা! তিনি সঞ্জয়ের সাবেক ম্যানেজার। এখন মনে নিশ্চয় প্রশ্ন জাগছে রেশমা কী এমন করল যে বলিউডের দুই নায়ক সঞ্জয়-সালমানের বন্ধুত্বে ফাটল ধরলো? মুম্বাই বিস্ফোরণ মামলায় জেল হয় সঞ্জয় দত্তের কিন্তু সেই সময়ই জেল থেকে নিজের ছবির ক্যারিয়ার ঠিক মতো সামলাতে পারছিলেন না অভিনেতা। তাই বন্ধুকে সৎপরামর্শ দিয়েছিলেন সালমান। তার তাতেই হল কাল।
জেলে বসে সঞ্জয়ের পক্ষে ছবির সংক্রান্ত বিষয় নজর রাখা সম্ভব নয়। তাই বন্ধুকে একজন ম্যানেজার রাখার পরামর্শ দিয়েছিলেন ভাইজান। যে সঞ্জয়ের অবর্তমানে সালমানই এসব সামাল দেবে। শোনা যাচ্ছে, শুধু পরামর্শ দিয়েই ক্ষান্ত হয়নি সালমান। নিজের পরিচিত রেশমাকে ম্যানেজার হিসেবে রাখার জন্য সালমান নাকি সঞ্জয়কে বিশেষ অনুরোধ করেছিলেন।
না এত অবধি সব ঠিকঠাকই ছিল। ঝামেলা বাঁধে তারপর। বলিউড পাড়ার খবর, জেল থেকে ছাড়া পেয়ে সঞ্জয় এসে দেখেন তাকে না জিজ্ঞাসা করে অনেক কিছু পাল্টে ফেলেছে রেশমা। যেমন তার অভিনয়ের পারিশ্রমিকও না কি অজান্তেই অনেকটা বাড়িয়ে দিয়েছিলেন রেশমা। যাতে সঞ্জয়ের ক্যারিয়ারে নাকি বেশ ক্ষতি হয়েছে। তাই সালমানের উপর বেজায় চটেছেন সঞ্জয়। প্রশ্ন করেছেন বন্ধুকে। কী করে এমন মেয়েকে তার ম্যানজার নির্বাচন করল সে? যদিও এবিষয়ে সালমানের কোনো কিছু করার নেই। কিন্তু সম্পর্কে যে ফাটল ধরেছে তা বেশ ভালমতোই টের পাওয়া যাচ্ছে।
অনেক বছর পর আবার একপর্দায় দেখা যাবে সঞ্জয়-সালমান খানকে। তাদের সঙ্গে অবশ্য রয়েছেন অজয় দেবগণও। ১২ সেপ্টেম্বর ১৮৯৭ সালে ‘২১ শিখস অফ দ্য ৩৬শিখ রেজিমেন্ট অফ ব্রিটিশ ইন্ডিয়ার’র সঙ্গে দশ হাজার আফগান ও ওয়াকজাই সৈন্যদের যুদ্ধ হয়। যেখানে বীর বিক্রমের সঙ্গে লড়াই করেন শিখ সেনারা। শিখদের ঐতিহাসিক সংগ্রাম ‘ব্যাটেল অফ সারাগড়হি’ এবার ফুটে উঠতে চলেছে সিনেপর্দায়। সেখানেই শিখ সৈনদের চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউডের এই তিন হিরো।
শোনা যাচ্ছে, যেখানে ৩৬ শিখ রেজিমেন্ট হাবিলদার ইশার সিংয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগণকে। তবে সালমান ও সঞ্জয়ের চরিত্র সম্পর্কে এখনো কিছুই জানাননি ছবির নির্মাতারা।
২৮ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই