বিনোদন ডেস্ক : বলিউড বাদশার কত্ত ব্যস্ততা। সেই সকাল থেকে রাত অবধি নানা ব্যস্ততা। প্রতি দিনের নানা ধকলের মধ্যে বাড়ি ফেরার পথে যদি হয় রাস্তায় তীব্র যানজট। তবে কি আর চুপ স্বাভাবিক থাকা যায়? যানজটের অবস্থা দেখেই বিরক্ত কিং খান।
যানজটে যতটা সময় নষ্ট হবে তাতে আরও একটা কাজ হয়ে যায় সহজেই। আর তাই কোনও কথা না ভেবে এক্কেবারে একটি প্লেনই ভাড়া করে নিলেন। আর তাতে করেই বাড়ি ফিরলেন তিনি। এড়ালেন যানজট।
শাহরুখ খানের পক্ষেই সম্ভব এই কাজ করা। তাঁর এই কীর্তির ছবিটিও ইন্সটাগ্রামে নিজেই পোস্ট করেছেন কিং খান। আর তারপর থেকেই তা ভাইরাল।
ইন্সটাগ্রামে পোস্ট করার পাশাপাশি মজা করে তিনি লিখেছেন, "আমার গালে টোল পড়ে কারণ আমি সব সময়ই খুশি থাকি। হাসি।"
২৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম