বিনোদন ডেস্ক : শুটিংয়ে মাঝে মাঝে নানা ধরনের দুর্ঘটনা ঘটে। ঠিক চিত্রনায়িকা ববির বেলায়ও শনিবার রাতে এমন ঘটনাই ঘটেছে। সিলেটে তার প্রযোজিত ‘বিজলি’ ছবির শুটিংয়ে বোমা বিস্ফোরনের দৃশ্যের কাজ করতে গিয়ে আহত হন তিনি। সঙ্গে তার বিপরীতে করা অভিনেতা রনবীর ও এ ছবির অন্য এক অভিনেতা সীমান্তও আহত হয়েছেন বলে জানা যায়।
ববি রোববার সকালে বলেন, আমি এতগুলো ছবিতে অভিনয় করেছি কখনও এমন হয়নি। এবার বোমা ফোটার যে টাইমিং অ্যালার্ট বলে যে বিষয়টি ছিল তা বুঝতে পারিনি। রাত সাড়ে ১১ টার দিকে এই অ্যাকশন দৃশ্যাটি শুরু হয়। নায়ক ও নায়িকার দৌড়ানোর পাশাপাশি বোমার বিস্ফোরনের দৃশ্যায়ন করা হচ্ছিল। কিন্তু ঘটনাক্রমে ঠিক আমাদের কাছেই একটি বোমার বিস্ফোরন ঘটে। সঙ্গে সঙ্গে আহত হয়েছি আমি, রনবীর ও সীমান্ত।
তিনি জানান, সীমান্ত কিছুটা কম আহত হলেও আমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছি। আমার বাম হাত, হাঁটু ঝলসে গেছে। এখন বিশ্রামে আছি। শনিবার সিলেট শহর থেকে প্রায় দু’ঘন্টা দূরত্বে একটি শুটিং স্পটে কাজ চলছিল ‘বিজলী’ ছবির। এ ঘটনা ঘটার দ্রুত রাতেই একটি বেসরকারি হাসপাতালে তাদের চিকিৎসা করা হয়। বর্তমানে সুস্থ থাকলেও শুটিং করার মত অবস্থা নেই ববির। কিছুদিন আগে ভারতে এ ছবির বেশকিছু দৃশ্যায়নের কাজ শেষে সিলেটের অংশের কাজ শুরু হয়। ববস্টার ফিল্মস এর ব্যানারে নির্মিত হচ্ছে ‘বিজলী’ ছবিটি। এটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। -এমজমিন
২৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম