রবিবার, ২৯ মে, ২০১৬, ০১:১৮:৫০

মাধুরীকেও হার মানিয়ে ছিল দূরদর্শন! হাসবেন, না কাঁদবেন?

মাধুরীকেও হার মানিয়ে ছিল দূরদর্শন! হাসবেন, না কাঁদবেন?

বিনোদন ডেস্ক : মাধুরীর সঙ্গে সেই সিরিয়ালে বেঞ্জামিন গিলানি, মাজহার খানের মতো অভিনেতারা অভিনয় করেছিলেন। কিন্তু দূরদর্শন কর্তৃপক্ষের এই অভিনেতা-অভিনেত্রীদের খুব একটা আকর্ষণীয় বলে মনে হয়নি। বাদ পড়েছিলেন ইনিও! যে সে নয়। অভিনেত্রীর নাম মাধুরী দীক্ষিত। আর তাঁকেই নাকি পাত্তা দেয়নি দূরদর্শন।

হ্যাঁ, মাধুরী দীক্ষিত অভিনীত ‘বম্বে মেরি হ্যায়’ সিরিয়ালটি দূরদর্শন বাতিল করে দিয়েছিল কেন জানেন? কারণ, দূরদর্শন কর্তৃপক্ষের মনে হয়েছিল, সিরিয়ালের কাস্টিং মোটেই আকর্ষণীয় নয়।

১৯৮৪ সালে এই সিরিয়ালটি তৈরি হয়েছিল। বলা ভাল, বলিউডে ব্রেক পাওয়ার অনেক আগে এই সিরিয়ালেই অভিনেত্রী হিসাবে মাধুরীকে প্রথম দেখা গিয়েছিল। ওই সিরিয়ালটির পরীক্ষামূলক এপিসোডে অভিনয় করেন মাধুরী।

মাধুরীর সঙ্গে সেই সিরিয়ালে বেঞ্জামিন গিলানি, মাজহার খানের মতো অভিনেতারা অভিনয় করেছিলেন। কিন্তু দূরদর্শন কর্তৃপক্ষের এই অভিনেতা-অভিনেত্রীদের খুব একটা আকর্ষণীয় বলে মনে হয়নি। তাই পরীক্ষামূলক এপিসোডের পরেই সিরিয়ালটিকে বাতিল করে দেয় দূরদর্শন। যদিও এই ধারাবাহিক বাতিল হয়ে যাওয়ায় মাধুরীর কেরিয়ারের যে বিশেষ কিছু ক্ষতি হয়নি, তা বলার অপেক্ষা রাখে না।

শুধু মাধুরীই নন, এই ধারাবাহিকটির যিনি পরিচালক ছিলেন, সেই অনিল তেজানি পরিচালক ছবি ‘সালাম বম্বে’ ১৯৮৮ সালে অস্কার নমিনেশন পেয়েছিল। বলাই বাহুল্য, এই ঘটনায় দূরদর্শন কর্তৃপক্ষের দূরদর্শিতা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছিল। -এবেলা
২৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে