বিনোদন ডেস্ক : জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে এবার নেচে মাতাবেন ফেরদৌস-পূর্ণিমা ও নোবেল-অপি করিম।
এই চার তারকা এবার জুটি হয়ে আসছেন ইত্যাদিতে। তারা একটি নাচে অংশ নেবেন বলে জানা গেছে।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এরই মধ্যেই শুরু হয়েছে ঈদের বিশেষ ইত্যাদির নির্মাণকাজ।
হানিফ সংকেতের গ্রন্থনা ও উপস্থাপনায় এবারের পর্বে আকর্ষণ থাকছে এ দুই জুটির নাচ।
একটি গানের সঙ্গে তারা পারর্ফম করবেন। তাদের সঙ্গে থাকবে একঝাঁক নৃত্যশিল্পী। কোরিওগ্রাফিতে থাকছেন ওয়াসেক মুত্তাকিনুর রহমান।
সম্প্রতি রাজধানীতে বিশেষ নাচের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। ঈদুল ফিতরে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় দেখা যাবে তাদের।
২৯ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম