আল-আমিন শিবলী: প্রিন্স এই সময়ের আলোচিত ঢাকাইয়া মডেলের জনপ্রিয় একজন সেরা তারকা। মিডিয়া পাড়ায় অনেকেই তাকে গ্লামার বয় হিসেবে চেনে। কাজ খুব কম করলেও সব সময় আলোচনা সমালোচনার মাঝেই থাকেন প্রিন্স। তার কাজের জন্য সব সময় আলোচিত হন। সময়ের আলোচিত বলেই ঢাকা মাতাছেন প্রিন্স এবং নতুনদের মধ্যে দিন দিন এগিয়ে যাচ্ছেন দ্বীপজেলা ভোলার এই উদীয়মান তরুণ।
মাত্র ১৮ বছর বয়সে মডেল হিসেবে বিনোদন জগতে যাত্রা শুরু হয় প্রিন্স। বয়স এখন ২১ ছু ছু। তবে এর মধ্যেই নিজেকে বিভিন্ন সময় গ্রহণযোগ্য ভাবে উপস্থাপন করে স্থান করে নিয়েছেন লাখো মানুষের মনের মনি কুঠায়।
কারণ প্রিন্স নিজেকে সব সময় নতুন নতুন রূপে দেখতে বেশি পছন্দ করেন। মিডিয়ার শুরুটা তার র্যাম্প মডেল হিসেবে। বেশ কিছু এক ঘণ্টার নাটক এবং কয়েক ডজনের জনপ্রিয় মিউজিক ভিডিও-তে কাজ করে জনপ্রিয়তা পান তিনি।
তবে এর আগে মাঝখানে ব্যক্তিগত জীবন আর শুটিং এর জন্য র্যাম্প থেকে একটু দুরে সরে ছিলেন প্রিন্স। তাই অনেক দিন পর আবারও র্যাম্প শোতে হাটবেন তিনি। আসছে ৩১ মে (মঙ্গলবার) বিকেলে জাতীয় জাদুঘরে স্টার এওয়ার্ড প্রোগ্রামে র্যাম্প শোতে বিখ্যাত ডিজাইনার রাফি খানের ডিজাইন করা পোশাক নিয়ে হাটবেন বলে জানিয়েছেন প্রিন্স।
এ প্রসঙ্গে প্রিন্স বলেন, ভালো লাগছে অনেক দিন পর র্যাম্পে হাটতে যাচ্ছি। আমি ফ্যাশন ডিজাইনার রাফি খানের পোশাক পরে এবং জনপ্রিয় মডেল ও কোরিওগ্রাফার ফিটন খানের কোরিওগ্রাফিতে র্যাম্পে হাটবো।
বর্তমান ব্যস্ততা সম্পর্কে প্রিন্স, বর্তমানে আমি বিভিন্ন ফ্যাশন হাউজের ফটোশুট আর ঈদের কিছু নাটক নিয়ে খুব ব্যস্ত সময় পার করছি। আশা করি আপনার পবিত্র রমজানের ঈদে নাটক গুলো অন ইর্য়ার হবে।
৩০ মে,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস