সোমবার, ৩০ মে, ২০১৬, ০৮:৪০:৪৩

শহিদ ও কারিনাকে নিষিদ্ধ করা হলো ভারতে!

শহিদ ও কারিনাকে নিষিদ্ধ করা হলো ভারতে!

বিনোদন ডেস্ক : বলিউড হায়দার শহিদ কাপুর ও বেগম কারিনা কাপুর খান অভিনীত ‘উড়তা পঞ্জাব’ ছবিটি নিষিদ্ধ করেছে সেন্সরবোর্ড। ভারতের পঞ্জাবে মাদকাশক্তির প্রকোপের ওপর নির্মিত এই ছবিকে শুক্রবার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে সেন্সর বোর্ড। এরপরই সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

অভিষেক চৌবে নির্দেশিত এই ছবিতে ‘মাত্রাতিরিক্ত হিংস্র ও অবমাননাকর ভাষা’ ব্যবহৃত হয়েছে বলে দাবি সেন্সর বোর্ডের। এছাড়া ছবিতে মাদক সেবনের দৃশ্যও ভাল লাগেনি বোর্ডের। ফলে ছবিটিকে নিষিদ্ধ করা হয়।

বলিউড ও হলিউডের ছবিতে কাঁচি চালানো নিয়ে গত কয়েক মাস ধরেই সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতের সেন্সর বোর্ডকে। ‌‘উড়তা পাঞ্জাব' ছবিতে শহিদ-কারিনা ছাড়াও রয়েছেন অালিয়া ভাট।

মাস কয়েক আগে হলিউডের ছবি ‘জঙ্গল বুক’-কে U/A সার্টিফিকেট দিয়েছিল বোর্ড। ‌যার অর্থ অভিভাবককে সঙ্গে নিয়ে এই ছবি দেখা উচিত শিশুদের। তখন বোর্ডের ‌যুক্তি ছিল, ছবির বেশ কিছু দৃশ্য এতটাই ভয়ঙ্কর ‌যে একা দেখলে আতঙ্কিত হয়ে পড়তে পারে শিশুরা।
৩০ মে, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে