বিনোদন ডেস্ক : আরিফিন শুভ অভিনীত ‘নিয়তি’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে কলকাতায়। আর এগারদিন পর এই ছবিটি মুক্তির তারিখ চুড়ান্ত করা হয়েছে। সে মোতাবেক চলছে প্রচার-প্রচারণা।
এদিকে ছবির প্রচারণায় আরিফিন শুভকে কলকাতায় যেতে হয়েছিল। সেখানে তিনি ছবিটির প্রচারণায় অংশ নেন। তবে, এবার কলকাতায় গিয়ে তিনি রীতিমতো বিস্মিত হয়েছেন। কলকাতার বেশির ভাগ রাস্তার দেয়ালে শোভা পাচ্ছিল জাকির হোসেন রাজু পরিচালিত শুভর নতুন সিনেমা ‘নিয়তি’র পোস্টার। এই পোস্টারই তার বিস্ময়ের কারণ।
পাঠকের ভোটে মেরিল-প্রথম আলো তারকা পুরস্কারের এবারের আসরে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন আরিফিন শুভ। গত ২৯ এপ্রিল সেই পুরস্কার ঘরে তোলেন তিনি। যেসব পাঠকের ভোটে তিনি সেরা নির্বাচিত হন, সেসব পাঠকের মধ্য থেকে লটারিতে গাড়ি বিজয়ীদের মধ্যে একজনের হাতে গত মঙ্গলবার একটি অনুষ্ঠানের মাধ্যমে চাবি তুলে দেন। পরদিন ভোরের বিমানে চড়ে ছবির প্রচারে কলকাতায় ছুটতে হয় তাকে।
আরিফিন শুভ জানিয়েছেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। অবাকও হয়েছি। আমাদের দেশের সিনেমার এত বেশি প্রচার ও পোস্টার সারা কলকাতা শহরে এভাবে দেখতে পাব ভাবিনি। আরেকটা কথা কি জানেন, কলকাতার রাস্তায় যত বড় পোস্টার আমি দেখেছি, তা আমাদের দেশে কখনো দেখিনি। কলকাতাবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।’
বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শুভর এখন দারুণ সময় যাচ্ছে। গত এপ্রিল মাসে মুক্তি পেয়েছে ‘মুসাফির’। মে মাসে ‘অস্তিত্ব’। আর আগামী জুন মাসে বাংলাদেশ ও ভারতের কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে ‘নিয়তি’।
৩০ মে, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন