সোমবার, ৩০ মে, ২০১৬, ০১:১১:৫৯

লন্ডনের খোলা রাস্তায় শাকিব ও শ্রাবন্তীর রোমান্স

লন্ডনের খোলা রাস্তায় শাকিব ও শ্রাবন্তীর রোমান্স

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীর সাথে ঢাকাই কিং শাকিব খান রোমান্সে মেতেছেন। সে-ও আবার বিদেশের মাটিতে খোলা রাস্তায়! তবে এ রোমান্স বাস্তবে নয়, যৌথ প্রযোজনার ছবি ‌‘শিকারী’র একটি গানের দৃশ্যে তাদের এমন দেখা যাবে।  

সম্প্রতি এই চলচ্চিত্রের শুটিং করতে ঢাকা থেকে লন্ডন গিয়েছেন শাকিব খান। লন্ডনের বিভিন্ন লোকেশনে শুটিং করছেন শাকিব-শ্রাবন্তী। এই শুটিংয়ের কিছু স্থিরচিত্র প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এ সব স্থিরচিত্রে এমন দৃশ্য দেখা গেছে।   

স্থিরচিত্রে দেখা যায়, শাকিবের পরনে জিন্স প্যান্ট। পায়ে কেডস। গায়ে নীল রঙের জ্যাকেট। বেশ চটপটে মনে হচ্ছে শাকিবকে। আর কালো রঙের স্কার্ট পরনে শ্রাবন্তীকে বেশ আবেদনময়ী লাগছে। স্থিরচিত্র দেখে মনে হচ্ছে, গানের গল্পে কিছুটা অভিমান করেছেন শ্রাবন্তী।

কিছুদিন আগে ‘শিকারী’ চলচ্চিত্রের শুটিং করে দেশে ফিরেন শাকিব। তারপর আবারও এ চলচ্চিত্রের শুটিং করতে লন্ডনে পাড়ি জমিয়েছেন এই অভিনেতা। এ সফরে চলচ্চিত্রটির তিনটি গানের চিত্রায়ন করা হবে। এ জন্য টানা এক সপ্তাহ লন্ডনে শুটিং হবে বলে জানা গেছে।

যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রের গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন জাকির হোসেন সীমান্ত ও জয়দেব। এতে শাকিব-শ্রাবন্তী ছাড়াও আরো অভিনয় করছেন- বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, শিবাসানু, সুব্রত এবং কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, সুপ্রিয় দত্ত, লিলি চক্রবর্তী, খরাজ মুখার্জী ও রাহুল প্রমুখ।
৩০ মে, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে