মঙ্গলবার, ৩১ মে, ২০১৬, ১১:০৯:২৪

সেই প্রত্যুষার ‘বালিকা বধূ’র লিমকা বুক অফ রেকর্ডস

সেই প্রত্যুষার ‘বালিকা বধূ’র লিমকা বুক অফ রেকর্ডস

বিনোদন ডেস্ক : লিমকা বুক অফ রেকর্ডস-এ জায়গা করে নিল ভারতের জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ‘বালিকা বধূ’। দীর্ঘদিন ধরে চলা এই সিরিয়াল সম্প্রতি ২০০০ পর্ব অতিক্রম করেছে। আর এই সাফল্যের জন্যই লিমকা বুক অফ রেকর্ডসে ঠাঁই পেয়েছে ‘বালিকা বধূ’।

রাজস্থানের বালিকা বধূ ‘আনন্দী’ ও তার মেয়ে ‘নন্দিনী’র জীবনের কাহিনী ঘিরেই এই সিরিয়াল। গত আট বছর ধরে কালার্সে এই সিরিয়াল চলছে। লিমকা বুক অফ রেকর্ডস-এ এই সিরিয়ালের অন্তর্ভূক্তি নিয়ে উচ্ছ্বসিত চ্যানেল কর্তৃপক্ষ।

প্রোগ্রামিং হেড মণীষ শর্মা এক বিবৃতিতে বলেছেন, নয়া মাইলস্টোন গড়ল এই অনুষ্ঠান। এ জন্য তিনি দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, বালিকা বধূর এই আট বছরের যাত্রা দুর্দান্ত ব্যাপার। এর অর্থবহ কাহিনী, অনুপ্রেরনাদায়ক চরিত্র দর্শকদের মনে জোরাল প্রভাব ফেলেছে।

উল্লেখ্য, সূচনায় এই সিরিয়ালের প্রধান চরিত্র ‘আনন্দী’র ভূমিকায় অভিনয় করতেন প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। কয়েকমাস আগে তিনি আত্মহত্যা করেন।
৩১ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে