বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:০৪:৪০

মেয়ের অভিনয় নিয়ে যা বললেন শ্রীদেবী

মেয়ের অভিনয় নিয়ে যা বললেন শ্রীদেবী

বিনোদন ডেস্ক : বলিউড কাঁপানো চিত্রনায়িকা শ্রীদেবীর মেয়ে জানভি কাপুরের সিনেমায় অভিষেক হচ্ছে। এমন খবর চাউর ছিলো বিলউড পাড়ায়। কিন্তু এখবরটিকে গুজব বলেই উড়িয়ে দিলেন শ্রীদেবী।

শ্রীদেবী জানিয়েছেন, এই মুহূর্তে কোনও ছবি করছেন না তার মেয়ে। মায়ের কড়া শাসনে পড়াশোনাতেই ফোকাস করবেন তিনি।

শোনা গিয়েছিল, কেভি বিজয়েন্দ্র প্রসাদের পরিচালনায় দক্ষিণী ছবিতে ডেব্যু করবেন শ্রীদেবী-কন্যা। আর তার বিপরীতে মালয়ালম ছবির হার্টথ্রব সালমানকে দেখা যাবে বলেও খবর রটেছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কিন্তু মেয়েকে নিয়ে এ খবর রটায় বেজায় চটেছেন শ্রীদেবী।

তার কথায়, ‘জানভি সবে মাত্র গ্র্যাজুয়েশন শেষ করেছে। অভিনয় করার জন্য এখনও অনেক সময় পড়ে আছে। সে কোনও ছবিতে সই করেনি। এখন মন দিয়ে পড়াশোনাই করবে।’

শ্রীদেবী নিজে কোনও পরিকল্পনা করে অভিনয়ে আসেননি। তাই মেয়ের ক্ষেত্রেও তার মনে হয়, যদি তার ভাগ্যে অভিনয় থাকে, তবে সে তাই করবে। আপাতত তার কামব্যাক তামিল ছবি ‘পুলি’র মুক্তির অপেক্ষায় রয়েছেন নায়িকা। আগামী ১ অক্টোবর বিশ্বব্যপী মুক্তি পাবে ছবিটি।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে