বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:২১:৫৬

বিমান বন্দরে দুষ্টু ছেলের দল

বিমান বন্দরে দুষ্টু ছেলের দল

বিনোদন ডেস্ক :  নির্মাতা রেদওয়ার রনির নেতৃত্বে বিমান বন্দরে হাজির হয়েছিলো দুষ্টু ছেলের দল। আর সেই দুষ্টু ছেলের দলকে কেন্দ্র করে পুরো বিমান বন্দরেই ছিলো কৌতুহলী মানুষের ভীর। ভাবছেন এটা আবার কোন দল?

এটি দুষ্ট ছেলের দল ঠিক আছে। তবে এটি একটি নাটকের নাম। ঈদ উপলক্ষে ৭ পর্বের এই মজার ধারাবিহিকটির দৃশ্যধারণের জন্যই বিমানবন্দরে গিয়েছিলেন নির্মাতা রেদওয়ার রনি।

রনি সেখানে নিয়ে গিয়েছিলেন মোশাররফ করিম,তৌসিফ মাহবুব, শ্যামল মাওলা, রুমেল অন্যদিকে বাঁধন,মিথিলা,আশা,নাদিয়া মিমদের। আর তাদের দেখতেই সেখানে ভীড় জমিয়েছিলেন দর্শনার্থীরা।

দুপুর পর্যন্ত ধারনকৃত দৃশ্যগুলো দেখানো হবে ঈদের দিন প্রথম পর্বতেই। ৭ পর্বের এই মজার ধারাবাহিকটি লিখেছেন যৌথভাবে আদনান আল রাজীব ও রেদওয়ান রনি যা প্রচারিত হবে ঈদের ৭দিন রাত ৯.৫০মিনিটে এনটিভিতে ও অনলাইনে www.popcornlive.tv তে।

এতে আরও অভিনয় করেছেন নীলা, সিফাত, তোহা, আনোয়ার, বিয়ন প্রমুখ। নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান পপকর্ন লাইভ।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে