বৃহস্পতিবার, ০২ জুন, ২০১৬, ১০:৩৩:২৪

সানি লিওন এখন আপনার ড্রয়িংরুমে!

সানি লিওন এখন আপনার ড্রয়িংরুমে!

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে বলিউডের জনপ্রিয় নায়িকাদের কাতারে থাকা সানি লিওনি বলিউডে পা রাখার আগে প্রথম দর্শন দিয়েছিলেন ছোট পর্দায়, বিগ বস-এ। তার পর ছোট পর্দার জন্য আর সময় করে উঠতে পারেননি। কিন্তু তিনি আবার ফিরছেন টেলিভিশনে। মানে এখন থেকে সানিকে দেখতে পাবেন আপনার ড্রয়িংরুমে।

সানি লিওনিকে দেখার জন্য উদগ্রীব ভারতীয় দর্শক বাড়িয়ে দিয়েছিল ‘বিগ বস’-এর টিআরপি। তার পরই বলিউডে জায়গা করে নিতে আর কোনো প্রকার অসুবিধে হয়নি সানির। একের পর এক বলিউড ছবি তাকে প্রচার এবং সাফল্য দুই’ই দিয়েছে।

কিন্তু এদেশে শুরুটা তো হয়েছিল ছোট পর্দাতেই। সেই ছোট পর্দাতেই আবার দেখা যাবে সানিকে। পাশাপাশি অবশ্যই চলবে সিনেমার কাজ। জানা গিয়েছে, এমটিভি স্প্লিটসভিলা-র নতুন সিজনে ফিরছেন সানি। এই শো-টি সানির বিশেষ পছন্দ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, যত ব্যস্ততাই থাক না কেন, এই শো-এর জন্য সব সময় ডেট ফাঁকা রাখতে তিনি রাজি। ভারতীয় দর্শকদের জন্যে অবশ্যই এটি সুখবর। টিভির পর্দায় নিয়মিত সানিকে দেখার সুযোগ কি তারা হাতছাড়া করবেন নাকি?
২ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে