বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা জিনাত শানু স্বগতা ও রাশেদ জামান শুরু করলেন জীবনের নতুন ইনিংস। অর্থাৎ দীর্ঘ ৭ বছর প্রেমের সফল পরিণতিতে তারা। আনুষ্ঠানিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এ যুগল।
বিয়ের পিঁড়িতে বসলেন জিনাত শানু স্বাগতা ও রাশেদ জামান। বাগদানের প্রায় সাড়ে ৪ মাস পর বাড়িতেই বিয়ের বাঁধনে বাঁধা পড়েন তারা। ছোট পরিসরে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
আগে থেকেই সব ঠিকঠাক, শুধু অপেক্ষা ছিল শুভ দিনক্ষণের। চলতি বছরের ৪ মে বাগদান হয় অভিনেত্রী ও গায়িকা জিনাত শানু স্বাগতা এবং চিত্রগ্রাহক রাশেদ জামানের। তারপরই অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ চলচ্চিত্রের দৃশ্যধারণ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন রাশেদ জামান। নাটক, উপস্থাপনা আর গান নিয়ে ব্যস্ত ছিলেন স্বাগতাও। তাই ঈদের ফাঁকা সময়টাতেই বিয়েটা সেরে নিলেন তারা।
পারিবারিক আয়োজনে আপাতত আকদ সম্পন্ন হলেও আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা। আর তারপর ব্যস্ততা থেকে কিছুটা সময় ছুটি নেবেন নবদম্পতি- মধুচন্দ্রিমা বলে কথা।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন