রবিবার, ০৫ জুন, ২০১৬, ১১:৩৪:৪৪

অবশেষে ১৭ বছরের পুরনো সিম ফেরত পেলেন বুলবুল

অবশেষে ১৭ বছরের পুরনো সিম ফেরত পেলেন বুলবুল

বিনোদন ডেস্ক : বাংলাদেশের প্রখ্যাত সুরকার ও গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের ১৭ বছর ধরে ব্যবহৃত সিম বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে সম্প্রতি বেহাত হয়ে গিয়েছিল। এ নিয়ে তিনি তার ফেসবুকে আক্ষেপ প্রকাশ করে একটি স্ট্যটাস দেন। এরপর তা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলে আলোচনা শুরু হয়।

এদিকে সংবাদ প্রকাশিত হওয়ার পর গতকাল (৫ জুন) সিমটি তিনি ফেরত পান বলে জানিয়েছেন দেশের এই প্রখ্যাত সঙ্গীতজ্ঞ। তিনি বলেন, আমার ১৭ বছর এর পুরাতন ও প্রিয় গ্রামীণফোন ফোন সিম টি রিকভারি এবং আমার নামে রেজিস্ট্রেশন হয়েছে গতকাল। লাল-সবুজ এর মুক্ত পতাকার মুক্ত শুভেচ্ছা জানাই তাদের - যারা এই সিম রিকভারিতে'তে বিশেষ ভূমিকা পালন করেছে।

তিনি সেইদিন ফেসবুকে লিখেছেন, 'আমার দুটি গুরুত্বপূর্ণ সিম রেজিস্ট্রেশন করতে গিয়ে দেখলাম সিম দুটি অন্য দুজন মানুষের নামে এরই মধ্যে রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। বাহ!'  এখন থেকে ঐ দুটি ভাগ্যবান মানুষ ইচ্ছে করলেই আমার সকল গোপন তথ্য সহজেই সংগ্রহ করতে সক্ষম, বাহ! ফোন দুটিতে আমার কাছের মানুষরা কল দিতেই কল ধরবে ওই ভাগ্যবান দুজন। বাহ! বাহ! বিশেষ ধন্যবাদ মোবাইল কম্পানিকে।'

বুলবুল ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালীম, বিটিআরসি'র ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আহাসান হাবীব খানসহ আরও বেশ ক'জনকে ধন্যবাদ জানিয়েছেন।
৬ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে