রবিবার, ০৫ জুন, ২০১৬, ০৪:১৩:০০

বাংলাদেশে এই ঈদে মুক্তি পাচ্ছে কলকাতার দেবের নতুন ছবি

বাংলাদেশে এই ঈদে মুক্তি পাচ্ছে কলকাতার দেবের নতুন ছবি

বিনোদন ডেস্ক : এবারের ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার নতুন ছবি ‘প্রেমের গোলমাল’। এ ছবিটি নির্মাণ করেছেন রাজা চন্দ। এতে অভিনয় করেছেন, দেব, অঙ্কুশ, যিশু, সায়ন্তিকা, মিমি, নুসরাত। ছবিটি একই সময় কলকাতাতেও মুক্তি পাবে।

এছাড়া বাংলাদেশ ও কলকাতায় একই সময় মুক্তি পাবে আরও তিনটি ছবি। এরমধ্য রাজীব কুমার পরিচালিত দেব ও নুসরাত অভিনীত 'লাভ এক্সপ্রেস' মুক্তি পাবে ১২ আগস্ট। সৃজিত মুখোপ্যাধায় পরিচালিত প্রসেনজিৎ, দেব, নুসরাত ও অঙ্কুশ অভিনীত 'জুলফিকার' মুক্তি পাবে ৭ অক্টোবর ও কমলেশ্বর পরিচালিত দেব অভিনীত 'চাঁদের পাহাড়-২' মুক্তি পাবে ২৬ ডিসেম্বের।

ছবিগুলোর আমদানিকারক প্রতিষ্ঠান অরাধনা এন্টারপ্রাইজের কর্ণধার কার্তিক এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, '২০১২ সালের জাতীয় আমদানি রফতানির নীতিমালা অনুযায়ী আমরা ছবিগুলো আমদানি করছি। বিনিময়ে আমরা বাংলাদেশে থেকেও সম্পূর্ণ নতুন চারটি ছবি রফতানি করব এবং একই সময়ে মুক্তি দেব।' তবে বাংলাদেশি ছবিগুলোর নাম জানতে আজ রবিবার বিকাল নাগাদ অপেক্ষা করতে হবে বলে জানালেন তিনি। বিকালে আনুষ্ঠানিকভাবে চুক্তি হবে ছবিগুলোর প্রযোজকের সঙ্গে।

এই চারটি ছবিই কলকাতার সবচেয়ে প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে নির্মিত। তাদের শক্ত প্রতিদ্বন্দ্বী এসকে মুভিজ বছর দুয়েক ধরে এ দেশে নিয়মিত যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ করছে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে। অন্যদিকে বাংলাদেশের সরাসরি বাজার ধরার জন্য শ্রী ভেঙ্কটেশের সঙ্গে দেশীয় আমদানিকারকদের মধ্যস্থতা করে দিচ্ছিলেন প্রযোজক বিজয় খেমকা।

উল্লেখ্য, এর আগে ইন-ইউন এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান পুরাতন ভারতীয় ছবি 'বদলা', 'সংগ্রাম', 'ওয়ান্টেড', 'থ্রি ইডিয়ডস', 'তারে জামিন পার', 'ধুম-২'সহ নয়টি ছবি আমদানি করে। যদিও ছবিগুলো দেশীয় বাজারে খুব একটা সুবিধা করতে পারেনি। মুক্তির ২-৩ দিন পরেই বেশিরভাগ প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল।
৬ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে