সোমবার, ০৬ জুন, ২০১৬, ০৬:০৮:৩৭

এই মেয়ের পায়ের দাম শুনলে মেসি-রোনাল্ডোর চোখও কপালে উঠবে!

এই মেয়ের পায়ের দাম শুনলে মেসি-রোনাল্ডোর চোখও কপালে উঠবে!

বিনোদন ডেস্ক : বিশ্ব কাঁপানো ফুটবলার মেসি ও রোনাল্ড অনেক আগেই তাদের পায়ের জন্য বিমা করিয়েছেন। তারা ফুটবল খেলেন। তাই তাদের জন্য পায়ের বিমাটা জরুরী। কিন্তু পপ তারকা কেন তার পায়ের জন্য বিমা করালেন! সে ও আবার তার সে দাম শুনলে যে কারোরই চোখ কপালে উঠবে।

পপ তারকা মারিয়া ক্যারে সুন্দরী, নিঃসন্দেহে দারুণ আবেদনময়ী। তার আবেদনের উষ্ণতা অগ্রাহ্য করার সাধ্য কার আছে? মারিয়া ক্যারের পায়ের সৌন্দর্যে যারা মাত, তাদের জানিয়ে রাখা যাক, তার পায়ের দাম ক্রিশ্চিয়ানো রেনাল্ডোর প্রায় সমান। এক বিলিয়ন মার্কিন ডলারে বিমা করানো রয়েছে তার পা। রোনাল্ডোর পায়ের বিমা এর থেকে কিছুটা বেশি। মেসির পায়ের বিমার মূল্য অবশ্য এই দু’জনের থেকে কিছুটা কম।

মারিয়া ক্যারে অবশ্য প্রায় একদশক আগে তার পায়ের বিমা করিয়েছিলেন। ‘জিলেট’-এর তরফে একটি প্রচার চালানো হয় ‘লেগস অফ আ গডেস’-এর নামে। সেই প্রচারে ‘জিলেট’ ব্যবহার করেছিল মারিয়া ক্যারেকে। একটি বিশাল ট্যুর-এ নিয়ে যাওয়া হয়েছিল মারিয়াকে। সেখানে তার শরীরের উপর নিঃসন্দেহে বিপুল চাপ এসেছিল। এই চাপটি আগেভাগেই টের পেয়েছিলেন মারিয়া। সে কারণেই পা বিমা করাতে হয়। এক বিলিয়ন মার্কিন ডলারে।

৬ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে