বিনোদন ডেস্ক: শরীরের ওজন বেড়ে গেছে এই কারণে এক হাজার কিলোমিটার হাঁটলেন আমির খান। এটা কোন সিনেমার গল্প নয়। বাস্তবে নিজের ওজন কমাতেই এতটা পথ হেঁটেছেন আমির। এতে উপকারও পাছেন তিনি। তবে বলে রাখা ভালো, একদিনে এক হাজার কিলোমিটার পথ হাঁটেননি আমির। চার মাস ধরে প্রতিদিন গড়ে ৭ থেকে ৯ কিলোমিটার করে হেঁটেছেন তিনি।
প্রতিনিয়ত এ ভাবেই পরিশ্রম করার ফলে নিজের বাড়তি ২৫ কেজি ওজন কমিয়েছেন। পরবর্তী ছবি ‘দঙ্গল’ সিনেমায় কুস্তিগীর মহাবীর ফোগতের চরিত্রে অভিনয় করা জন্য বেশ খানিকটা ওজন বাড়াতে হয় আমির। এবার সেই মহাবীর ফোগতের অল্প বয়েসের চেহারায় অভিনয়ের জন্য আবার ২৫ কেজি ওজন ঝরালেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।
চরিত্রের প্রয়োজনে নতুন নতুন বেশ ধরে বড় পর্দার দর্শককে চমকে দিতে জুড়ি নেই বলিউড তারকা আমির খানের। ‘ধুম থ্রি’র সেই মাচো হিরো, ‘পিকে’ছবিতে ভিনগ্রহবাসী, ‘বাজি’তে মেয়ে সাজা আর ‘মঙ্গল পাণ্ডে’ ছবিতে বড় গোঁফের আমিরের পর এবারে ‘দঙ্গল’ ছবিতে এই ‘মিস্টার পারফেকশনিস্ট’কে দেখা যাবে নতুন বেশে এক কুস্তিগিরের ভূমিকায়।
১০জুন২০১৬/এমটিনিউজ২৪.কম/আরিফ/এমএম