শুক্রবার, ১০ জুন, ২০১৬, ০৪:২৪:২০

যেকারণে শ্রদ্ধা কাপুরের পার্টিতে গেলেন না আলিয়া!

যেকারণে শ্রদ্ধা কাপুরের পার্টিতে গেলেন না আলিয়া!

বিনোদন ডেস্ক : বলিউডে নায়িকাদের মধ্যে তিক্ততার সম্পর্কের কথা নতুন কিছু নয়। আলিয়া ভাট্ট আর শ্রদ্ধা কাপূরের ক্যাটস ফাইটও পেজ-থ্রির পাতায় যথেষ্ট পরিচিত। আর এই ঝগড়ার জন্যই নাকি শ্রদ্ধা কাপূরের পার্টিতে গেলেন না আলিয়া।

কিছু দিন আগেই ‘বাগি’র সাকসেস পার্টিতে বি-টাউনের সহকর্মীদের ডেকেছিলেন শক্তি কাপূর-কন্যা। কিন্তু সেই পার্টিতে অনুপস্থিত ছিলেন আলিয়া। আর তার এই অনুপস্থিতি নিয়েই দুয়ে দুয়ে চার করছেন বি-টাউনের একাংশ। তা হলে কি ব্যক্তিগত তিক্ততার কারণেই শ্রদ্ধার ডাকে সাড়া দিলেন না আলিয়া?

নাহ! সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এ প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে আলিয়া বলেন, ‘শ্রদ্ধার জন্য আমি ওখানে যাইনি কে বলল? আমার শুটিং ছিল বলে আমি ওই পার্টিতে যেতে পারিনি। আমাদের মধ্যে কোনও সমস্যা নেই।’ তবে আলিয়ার এই স্বীকারক্তি মেনে নিচ্ছেন না অনেকেই। ঘুরিয়ে-ফিরিয়ে সেই ব্যক্তিগত তিক্ততার দিকেই তাদের অভিযোগের তীর।

১০ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে