বিনোদন ডেস্ক : কমেডি চরিত্রে অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছে এমন অভিনেতার সংখ্যা খুবই কম। তবে এরমধ্যে ব্যতিক্রম ছিলেন বলিউড অভিনেতা জনি লিভার। বলিউড ছবিতে অত্যন্ত কদর রয়েছে তার। নব্বইয়ের দশকে বলিউডের ছবিগুলো জনি লিভারকে ছাড়া ছিল যেন অসম্পূর্ণ।
ওই সময় ছবিতে কমেডি মানেই জনি লিভার থাকতে হবে। মেধাবী এই কৌতুকাভিনেতা এখন খুব বেছে কাজ করেন। নিয়মিত করেন স্টেজ শো। আর এসব মঞ্চ পরিবেশনায় জনির সঙ্গী হন তার মেয়ে জেমি লিভার। বাবার মতো মেয়ে জেমিও দারুণ মেধাবী। সামাজিক যোগাযোগমাধ্যমে জেমির ভক্ত ও অনুসারীদের তালিকাটাও বেশ বড়।
জনি লিভারকে তার অভিনয়জীবনের অনেক লম্বা একটা সময় সংগ্রাম করতে হয়েছে। গায়ের রং কিংবা ভাঁড় বলে তিনি অনেক তাচ্ছিল্যের মুখোমুখিও হয়েছেন। তবে একটা সময় ঠিকই মেধা দিয়ে তারকাখ্যাতি অর্জন করেছেন এ শিল্পী।
জেমি লিভারের অবস্থাটা অনেকটা বাবার মতোই। তারকাসন্তান হিসেবে যে সুবিধাগুলো বাকিরা পান জেমি তা ব্যবহার করেননি। বরং নিজস্বতা দিয়ে ভক্তদের মন জয় করেছেন। আর শ্যামবর্ণের হলেও নিজের মাধুর্য দিয়ে তিনি মাত করেছেন অনেক তরুণ হৃদয়।
লন্ডনের ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনিস্টার থেকে মার্কেটিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন জেমি। কিন্তু যখন পেশা বেছে নেওয়ার সময় এল, তখন মোটা বেতনে কোনো করপোরেট প্রতিষ্ঠানে চাকরি খোঁজেননি। বরং বাবার মতো কৌতুককেই নিজের পরিচয় আর পেশা হিসেবে গ্রহণ করেছেন।
ইনস্টাগ্রামে জেমি তার কৌতুকের পাশাপাশি নিজের গান ও নাচের ভিডিও নিয়মিত পোস্ট করেন। তা ছাড়া এরই মধ্যে তার বলিউড অভিষেকও হয়ে গেছে। কৌতুকাভিনেতা কপিল শর্মা অভিনীত ছবি ‘কিস কিস কো পেয়ার কারু’তে জেমি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন।
১০ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন